স্বনির্ভর গোষ্ঠীর পুজো প্রদর্শনী ও বিপনন
দাবদাহ লাইভ, বারাসাত, সুমাল্য মৈত্রঃ সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন জীবনের ধন কিছুই যায় না ফেলা সেই উচ্চারিত সত্যকেই পাথেও করে পুজোর আগে স্বনির্ভর গোষ্ঠী (SHG) মহিলারা সংসারের ফেলে দেওয়া খুঁটি নাটি জিনিসপত্রকেই নব রূপে দিয়েছেন। পুজোর মরসুমে এই প্রদর্শনীর শুভারম্ভ হয়ে গেল মঙ্গলবার দুপুরে। মধ্যমগ্রাম পুরসভার নজরুল শতবার্ষিকী সদনের বাইরের বারান্দায়। পঁয়ত্রিশটা দোকান অংশগ্রহণ করেছেন এই পুজো প্রদর্শনীতে। এদিন এই প্রদর্শনীর উদ্বোধন করেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন আধিকারিকেরা।মোট দুদিন ধরে এই স্বনির্ভর গোষ্ঠীর পুজো প্রদর্শনী চলবে। এই প্রদর্শনীর উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকেরা। নির্মল বাংলা সহ মধ্যমগ্রাম পৌর এলাকাকেও নির্মল ও পরিচ্ছন্ন রাখার প্রয়াস চালিয়ে যেতে হবে বলে জানান পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। চেয়ারম্যান তার বক্তব্যে আরও জানান মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনাকেই বাস্তবায়ন করছে মধ্যমগ্রাম পুরসভা। এই প্রদর্শনীর মাধ্যমে মেয়েদের স্বনির্ভর করে তোলা পাশাপাশি পুরসভার কোষাগারেও টাকা আসবে। এবং দৃঢ় কন্ঠে চেয়ারম্যান জানান এই স্বনির্ভর গোষ্ঠীর ব্যাপারে সবসময়ইয় মধ্যমগ্রাম পুরসভা তাদের পাশে আছে।এই প্রদর্শনীর মধ্যে দিয়ে লক্ষ্যই হচ্ছে মেয়েদের আরও বেশি করে স্বনির্ভর করে তোলা। এই প্রদর্শনীর সহযোগিতায় আছেন মধ্যমগ্রাম সিটি লেভেল ফেডারেশন/মধ্যমগ্রাম পুরসভা/ আর সহযোগিতায় আছেন পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার।
স্বনির্ভর গোষ্ঠীর পুজো প্রদর্শনী ও বিপনন
96%

















