যৌন হেনস্তার দায়ে সশ্রম কারাদন্ডে দন্ডিত সন্ন্যাসী
দাবদাহ লাইভ, বারাসাত, বৈশাখী সাহাঃ একটি আশ্রমের অন্দরে ২ নাবালকের উপর যৌন হেনস্তার অভিযোগ ওঠে এক সন্ন্যাসীর বিরুদ্ধে। দোষী সাব্যস্ত সন্ন্যাসীকে সশ্রম কারাদন্ডে দন্ডিত করে আদালত। আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পুলিশ জেলার গোবরডাঙা থানার অন্তর্গত সরকারপাড়া এলাকায় অবস্থিত একটি আশ্রমে আবাসিকরা পড়াশোনা করে। গত ২০২২ সালের আগস্ট মাসে ওই আশ্রমের অন্দরে ১৩ ও ১৪ বছরের দুই নাবালককে যৌন হেনাস্তার অভিযোগ ওঠে ওই আশ্রমের প্রধান স্বামী সত্যরূপানন্দ-র বিরুদ্ধে। ঘটনাটি চাউর হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আশ্রমটিকে ঘিরে বিক্ষোভ দেখায়। অভিযুক্তকে অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তাঁরা। পরবর্তীতে জেলার শিশু সুরক্ষা আধিকারিক গোবরডাঙ্গা থানায় ওই সন্ন্যাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বারাসাত আদালতের বিশেষ পকসো আদালতে মামলা শুরু হয়। ওই সালের ১৫ ই অক্টোবর অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। ২০২৩ সালের শুরুতেই শুরু হয় ওই মামলার শুনানি। অভিযুক্তের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত ও শুক্রবার তাঁর সাজা ঘোষণা করেন বিচারক। ওই মামলার বিশেষ সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় জানান, ধৃতকে পকসো আইনে ৫ বছর এবং জুভেনাইল জাস্টিস ধারায় এক বছর সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে। দুটি সাজাই একসঙ্গে চলবে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত আরও এক বছর কারাদণ্ড হবে। অভিযুক্তের সাজা হওয়ায়, স্বস্তিতে স্থানীয় সহ নির্যাতিত নাবালকদের প্রিয়জনেরা।
যৌন হেনস্তার দায়ে সশ্রম কারাদন্ডে দন্ডিত সন্ন্যাসী
0%

















