জেলার আলোর সন্ধানে প্রত্রিকা প্রকাশ
দাগদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিক কালে উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের তিতুমীর অডিটোরিয়ামে নারী আন্দোলনে অগ্রণী নেতৃত্ব রোকেয়া স্মরণে এক অনুষ্ঠানে জেলার পত্রিকা আলোর সন্ধানে প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ঠ সমাজ সেবী, লেখক লেখিকা কবি সাহিত্যিক, ছড়াকারদিগকে বিশেষ সম্মানে সংবর্ধনা দেওয়া হয়। রাজ্যের প্রায় শতাধিক ব্যক্তিত্ববর্গ এই সম্মানে সম্মানীত হন বলে জানা যায়।
জেলার আলোর সন্ধানে প্রত্রিকা প্রকাশ
90%

















