দুর্গোৎসবে যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ কলকাতায় যাতায়াতকারী মানুষের সুবিধার্থে শিয়ালদহ ডিভিশনের রাণাঘাট-শিয়ালদহ ছাড়া রাণাঘাট-বনগাঁ-শিয়ালদহ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় চালু হয়েছে এসি লোকাল ট্রেন। বেড়েছে লোকাল ট্রেনের সংখ্যাও। এসি লোকাল ট্রেন এর পর চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। ফলে কলকাতায় যাতায়াত খুবই সুবিধাজনক হওয়ায় রেল যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। হাতে গোনা কয়েকদিন পর অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির প্রিয় উৎসব। স্বভাবতই দূর্গোৎসবের সময় যাত্রী সাধারণের ভীড় আরও বহু গুণ বৃদ্ধি পাবে। উৎসব মুখর সময়ে রেলযাত্রীদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এর কনফারেন্স রুমে সোমবার এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় পূর্ব রেলের তরফে। জানানো হয়, শিয়ালদহ ডিভিশনের সমস্ত শাখায় থাকা গ্যালোপিং ট্রেনগুলি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিটি স্টেশনে থামবে। ওই সময়ে শিয়ালদহ স্টেশনে থাকবে অতিরিক্ত ১০টি মোবাইল ইউটিএস। সচল থাকবে ১৭টি এটিভিএম। সে-সব ২৪ ঘন্টা রক্ষণাবেক্ষণের জন্য একজন অতিরিক্ত সার্ভিস ইঞ্জিনিয়ার মোতায়েন করা হবে। সর্বক্ষণ চালু থাকবে ২১টি টিকিট বুকিং কাউন্টার। ওই ৫ দিন শিয়ালদহ স্টেশনের কার পার্কিং এলাকা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। প্রয়োজনে ভীড় নিয়ন্ত্রণের জন্য গাড়ি রাখার জায়গাটি ব্যবহার করা হবে। প্রতিমা দর্শন করতে আসা যাত্রীদের সুবিধার্থে দ্রুত খুলে দেওয়া হবে এক নম্বর প্ল্যাটফর্ম এর কাছে থাকা ‘প্রফুল্ল দ্বার’। ওই দ্বারের প্রবেশ পথে থাকবে ৯টি টিকিট বুকিং কাউন্টার এবং চারটি এটিভিএম। সঙ্গে থাকবে দুটি মোবাইল ইউটিএস-ও। ওই গেট দিয়ে প্রবেশ করে যাত্রীরা সহজেই মেইন লাইনের ট্রেন ধরতে পারবেন। দূরপাল্লার যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনে নামার নির্দিষ্ট জায়গা থাকবে। যাতে তাঁরা ৯ এবং ১১-১৪ নম্বর প্লাটফর্মের দিকে সহজে যেতে পারেন। ভীড় সামাল দেওয়ার জন্য ঘনঘন বিশেষ রাত্রিকালীন ট্রেন চলবে শিয়ালদহ-কল্যাণী এবং বালিগঞ্জ-সোনারপুরের মধ্যে। পূজোর দিনগুলোতে সন্ধ্যা ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত শিয়ালদহ স্টেশনে ট্রলি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের সব স্টেশন থেকে অনতিবিলম্বে সমস্ত নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন ডিআরএম। জরুরী পরিস্থিতিতে যাতে সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক পদক্ষেপ গ্রহণ করা যায়, সেজন্য স্টেশনগুলির বিভিন্ন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর বিশেষ জোর দিয়েছেন তিনি। রেলের তরফে বারাসাত, খড়দহ, ব্যারাকপুর, বনগাঁ, রাণাঘাট, সোনারপুর, বারুইপুর, বালিগঞ্জ, বহরমপুর ইত্যাদি ব্যস্ত লেভেল ক্রসিং গেট গুলোতে বিশেষ আরপিএফ বাহিনী মোতায়েন করা হবে। নিরাপত্তা বাহিনীও থাকবে। রেলের তরফে ঝুঁকিপূর্ণ গেট গুলো ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। ওই গেটগুলিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে স্বেচ্ছাসেবক মারফত পর্যবেক্ষণ করা হবে। সংকটজনক পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ইএমইউ রেক প্রস্তুত রাখা হবে। শিয়ালদহ, দমদম, কলকাতা ইত্যাদি ব্যস্ত স্টেশন গুলোতে অতিরিক্ত “মে আই হেল্প ইউ” বুথ খোলা হবে। মন্ডপ পরিদর্শকদের সুবিধার জন্য ওই বুথ গুলোতে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে। জরুরি ভিত্তিক সহায়তার জন্য ওই বুথগুলোতে পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার ব্রিগেড, ইত্যাদি-র মতো গুরুত্বপূর্ণ ফোন নম্বরের একটি তালিকাও থাকবে। সব গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেন নির্দেশিকা ও যাত্রী ঘোষণার ব্যবস্থা বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। সমস্ত স্টেশনে পর্যাপ্ত সংখ্যক অগ্নি নির্বাপক যন্ত্র থাকবে এবং জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অতিরিক্ত যন্ত্রও প্রস্তুত রাখা হবে। শিয়ালদহ, দমদম, নৈহাটি, বারাসাত ইত্যাদি গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে চিকিৎসা সহায়তা বুথ থাকবে, যেখানে অসুস্থ যাত্রীদের চিকিৎসার জন্য ডাক্তার এবং প্যারামেডিকেল স্টাফেরাও উপস্থিত থাকবেন। এসবের পাশাপাশি, মেট্রোরেল নিয়েও একটি বিজ্ঞপ্তি জারি হয়। প্রসঙ্গত, গত ২২ আগস্ট প্রধানমন্ত্রী কর্তৃক রাজ্যে তিনটি মেট্রো রুটের উদ্বোধনের পর গত ২৫ শে আগস্ট থেকে চালু হয় ইয়েলো রুটের মোট চারটি (নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ অর্থাৎ দমদম বিমানবন্দর) স্টেশনে যাত্রী পরিষেবা। এতদিন ওই রুটে সোম থেকে শুক্রবার পর্যন্ত চলছিল মেট্রো। তবে আগামী ১৩ ই সেপ্টেম্বর থেকে শনি ও রবিবার ৩৫ মিনিট অন্তর চলবে মেট্রো। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল ৭ টা ৩৫ থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে। আর রবিবার সকাল ৮ টা ৩৫ মিনিট থেকে রাত ৮ টা ২২ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে। ফলতঃ উপকৃত হবেন যাত্রী সাধারণ।
জেলার খবর
নিউজ এক ঝলকে
দুর্গোৎসবে যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের একগুচ্ছ পদক্ষেপ
95%


















