অশোকনগরে সোনামণির গল্পের গ্রন্থ মোড়ক প্রকাশ
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: এক শ্বাসরোধকারী সময়ের মধ্য দিয়ে আমাদের দিন-যাপন। সর্বত্রই প্রতিযোগিতার এক অন্ধ দৌড়ে সামিল আমরা। ভোগবিলাসের চরম উশৃঙ্খলতার হাতছানি থেকে বাদ পড়েনি আগামী দিনের সম্ভাবনাময় কচিকাঁচারাও। এমনই আবহে একটু বাড়তি অক্সিজেন জোগাতে ৭সেপ্টেম্বর প্রকাশিত হল ছোটদের জন্য শিক্ষক সমর চক্রবর্তীর লেখা বই “সোনামণির গল্প”। কল্যাণগড় স্থিত শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের হলরুমে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উম্মোচন করেন বিশিষ্ট সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস।প্রধান অতিথি ছিলেন নোটনি হাইস্কুলের প্রধান শিক্ষ স্বরূপরাজ রায় চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে ছোটদের জন্য বই লেখার উদ্যোগকে স্বাগত জানান। বিশেষ অতিথি অশোকনগর শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের সম্পাদক শিবনাথ কংসবণিক মানব কল্যাণে তাঁদের প্রতিষ্ঠানের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন এবং প্রকাশিত বই যাতে লেখকের লক্ষ্য পূরণে সফল হয় সে কামনা করেন। সৌম্যদ্বীপ নন্দীর উদ্বোধনী সঙ্গীত-এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।আবৃত্তি পরিবেশন করে লেখকের কন্যা সম্প্রীতি চক্রবর্তী। এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন শান্তি ঘোষ, মন্দিরা চক্রবর্তী। অনুগল্প পাঠ করেন সাহিত্যিক তন্ময় সরকার। উপস্থিত ছিলেন বাসুদেব চন্দ, শংকর দাস, রাম চক্রবর্তী, বলাই দাস, অশোক ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনার গুরুদায়িত্বে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক পাঁচুগোপাল হাজরা। লেখক সমর চক্রবর্তী শিশুদের মোবাইল আসক্তি কাটানোর জন্য তাদের হাতে ভালো গল্পের বই তুলে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

















