স্বাস্থ্য প্রকল্প থেকে সাসপেন্ড বারাসাত কেয়ার অ্যান্ড কিওর
দাবদাহ লাইভ, বারাসাত, বৈশাখী সাহাঃ হেল্থ স্কিম থেকে সাময়িক বরখাস্ত বারাসাতের ‘কেয়ার এন্ড কিওর’ নার্সিং হোম। একাধিক নিয়ম বহির্ভূত কর্মকান্ডের অভিযোগ ওঠে এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে, রাজ্যের হেল্থ স্কিমের তালিকা থেকে হাসপাতালটিকে সাময়িক বরখাস্ত করার কথা ঘোষণা করে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের মেডিকেল সেল। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত কলোনী মোড় এলাকায় অবস্থিত ‘কেয়ার এন্ড কিওর’ নামে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। সেগুলির মধ্যে অন্যতম হল- রাজ্য সরকারের সঙ্গে চুক্তির শর্তাবলী অমান্য করা, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে থাকা রোগীদের জরুরী পরিষেবা দিতে অস্বীকার, স্বাস্থ্য প্রকল্পের অধীনস্থ নির্ধারিত অর্থের তুলনায় অধিক অর্থ আদায়, বহু ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নিয়ে কোনরূপ রশিদ প্রদান না করা, এমনই বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের মেডিকেল সেল। অভিযোগের সত্যতা সামনে আসতেই সিদ্ধান্ত অনুযায়ী, বারাসাতের ওই বেসরকারি হাসপাতালকে রাজ্যের হেল্থ স্কিমের তালিকা থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসলে, পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায়, রাজ্যের মেডিকেল সেলের কর্তারা। ঘটনা প্রসঙ্গে হাসপাতালের কর্ণধার ডাঃ তপন জ্যোতি বন্দ্যোপাধ্যাযয়ের প্রাথমিক প্রতিক্রিয়ায় সাসপেন্ড করেছে কি আর করা যাবে। তবে স্বাস্থ্য প্রকল্পে রাজ্য সরকার যা টাকা দেয়, তাতে কাজ করা যায় না। এই নিয়ে আর কিছু বলার নেই।

















