মাদক সহ ধৃত বিদেশিনীকে কারাদণ্ডের নির্দেশ আদালতের
দাবদাহ লাইভ, কোলকাতা, বৈশাখী সাহাঃ কলকাতা বিমানবন্দরে মাদক সহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতকে দোষী সাব্যস্ত করার পর সাজা ঘোষণা করে বারাসাত আদালত। আদালত সূত্রে জানা যায়, মাদক পাচার রুখতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে কড়া নজরদারি চলছে সর্বত্র। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক বিদেশি নাগরিককে দেখে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তাঁর জিনিসপত্রে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বহু মূল্যের ২০ টি এলএসডি কাগজ ও ১২ গ্রাম কোকেন। এরপর ডেভিড ব্লেসিংস নামে ওই যাত্রীকে গ্রেফতার করে এনসিবি। এনসিবি-র পক্ষ থেকে ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। উত্তর ২৪ পরগনার বারাসাত আদালতে শুরু হয় সেই মামলার শুনানি। সমস্ত দিক বিচার বিবেচনা করে ধৃতকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি, ১ লক্ষ টাকা জরিমানা সহ ১০ বছরের কারাদন্ড, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করে আদালত।
মাদক সহ ধৃত বিদেশিনীকে কারাদণ্ডের নির্দেশ আদালতের
0%

















