বিদ্যার্থী বিকাশের শিক্ষক দিবস পালন
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্র ও হিরণ কুমার ঘোষালঃ পাঁচই সেপ্টেম্বর বিদ্যার্থী বিকাশ আয়োজিত মধ্যমগ্রাম পুরসভার নজরুল শতবার্ষিকী সদনে অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস। প্রদীপ প্রজ্জ্বলন ও মনিষীদের ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন শান্তনু সিনহা, চঞ্চল কুমার সিং, ডঃ স্বরূপ প্রসাদ ঘোষ, ডঃ দেবাশীষ কোলে এবং সব্যসাচী ব্যানার্জী। অনুষ্ঠানে ।গান নাচ কবিতা আবৃত্তি এদিন মঞ্চে পরিবেশিত হয় । উপস্থিত অতিথিরা এদিন শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে এক তাদের বক্তব্য পরিবেশন করেন।একে একে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেয় বিদ্যার্থী বিকাশ সংস্থার সদস্য ও সদস্যারা। পাশাপাশি এদিন শিক্ষক দিবসের দিন স্মরণ করা হয় একশো বছরে পদার্পণ করা যশবন্ত রাও কেলকরজিকেও। ভারত মাতৃকার ন্যায় অখন্ডতা রক্ষার্থে সকলের এগিয়ে আসার আহ্বান জানান ড: স্বরূপ প্রসাদ ঘোষ।
নিউজ এক ঝলকে
বিদ্যার্থী বিকাশের শিক্ষক দিবস পালন
98%

















