Banner Top

এসি লোকালের স্টপেজ এর দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

                                                                            দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  ৫ সেপ্টেম্বর শুক্রবার শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত এসি লোকাল চালানোর উদ্যোগ নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ-বনগাঁ যেতে হাবড়ার আগেই পড়ে ‘অশোকনগর রোড’ রেল স্টেশন। কিন্তু ট্রেন দাঁড়ানোর জন্য নির্ধারিত স্টপেজ এর মধ্যে ওই স্টেশনের কথা উল্লেখ না থাকায় অসন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। ওই স্টেশনে স্টপেজ রাখার দাবি জানিয়ে বৃহস্পতিবার স্থানীয় তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী তাঁর অনুগামীদের নিয়ে ওই স্টেশনের স্টেশন মাস্টারের ঘরে হাজির হয়। বিধায়কের কথায়, শিয়ালদহ-বনগাঁ গামী এসি লোকালের নির্ধারিত রেল স্টপেজ তালিকায় বিধান নগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসাত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙ্গা, ঠাকুরনগর স্টেশনের নাম উল্লেখ থাকলেও, ওই তালিকায় ‘অশোকনগর রোড’ এর নাম না থাকায় অসন্তোষ প্রকাশ করেছে স্থানীয়রা। তাঁদের কথায়, ওই স্টেশন থেকে প্রচুর যাত্রী, ব্যবসায়ীরা যাতায়াত করেন। ফলে ওই স্টেশন থেকে রেলের আয়ও ভালো হয়। এমতাবস্থায় ওই স্টেশনে এসি লোকাল না দাঁড়ানোর কারণ তাঁদের কাছে স্পষ্ট নয়। অতএব এসি লোকাল স্টপেজের তালিকায় নতুন করে ওই স্টেশনটির নাম সংযোগ করার দাবি জানিয়ে বিধায়ক এদিন স্টেশন মাস্টার প্রদীপ কুমার বিশ্বাসকে বলেন, বিষয়টি অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে। তিনি এও বলেন, অশোকনগরের মানুষের স্বার্থে- এসি লোকাল স্টপেজের দাবিতে, তাঁরা আন্দোলন শুরু করেছে। তাঁদের দাবি মানতে হবে। প্রয়োজনে ডিআরএম-এর সঙ্গে তিনি দেখাও করবেন। হুঁশিয়ারি দিয়ে বিধায়ক বলেন, ‘অশোকনগর রোড’ স্টেশনে ট্রেন না থামলে বৃহত্তর আন্দোলন হবে। আর সেই আন্দোলনের জেরে ট্রেন পরিষেবা ব্যহত হলে, তার দায়ভার রেলকেই নিতে হবে।
এসি লোকালের স্টপেজ এর দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
User Review
97% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment