উত্তমকুমার স্মরণে প্রদর্শনী
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ এক ব্যতিক্রমী, অদ্বিতীয় চিরসবুজ মহানায়ক উত্তমকুমার নিরানব্বই তম জন্ম বার্ষিকী উপলক্ষে বুধবার থেকে কোলকাতার নেহরু চিলড্রেন মিউজিয়ামে কথকতার আয়োজনে শুধু উত্তমকুমার প্রদর্শনীর শুরু। প্রারম্ভিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তমকুমারের সহ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, সৌমিত্র আত্মজা পৌলমী চট্টোপাধ্যায়, চৈতি ঘোষাল, দেবাশীষ কুমার, চিরঞ্জিত চক্রবার্তী, সতীনাথ মুখোপাধ্যায়, অলকানন্দা সহ উত্তম কুমারের কয়েকজন বংশধর । অনুষ্ঠানে উত্তমকুমারের বিভিন্ন সিনেমার পোষ্টার ছাড়াও ব্যবহৃত হচ্ছে উত্তমকুমারের অনেক পারিবারিক ব্যাবহৃত জিনিসও। এদিনের প্রদর্শনী সবচেয়ে নজর কেড়েছে নায়ক সিনেমায় উত্তমকুমারের ব্যবহৃত স্যুট আর টাই, সেটাও প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। পাঁচ দিনের এই প্রদর্শনীতে উপস্থিত অতিথিরা সুলেখা কালি কোম্পানির থেকে তৈরী করা উত্তমকুমারের স্মরণে উত্তম কালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নিউজ এক ঝলকে
উত্তমকুমার স্মরণে প্রদর্শনী
95%

















