আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবক
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ রাতে টহলদারির সময় সন্দেহজনক এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে কার্তুজ সহ একটি বন্দুক উদ্ধারের পাশাপাশি, ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছার ৯০ পার্ট এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাঝরাতে ৯০ পার্ট এলাকায় টহলদারির সময় ২৮ বছরের এনামুল মোল্লা নামে এক যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে একটি ওয়ান শাটার বন্ধুক ও এক রাউন্ড কর্তুজ উদ্ধার হতেই ওই যুবককে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে হাড়োয়া থানার পক্ষ থেকে শুক্রবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে, আবেদন মঞ্জুর করেন বিচারক। রাতের বেলা আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করার পিছনে থাকা কারণ অনুসন্ধানের জন্য, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
0%

















