আদালতের নির্দেশে পিতার সম্পত্তি ফিরিয়ে দিল পুত্র
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ বর্তমানে বেশিরভাগ বাড়িতেই বৃদ্ধ পিতা-মাতা-রা যেন সন্তানদের কাছে হয়ে উঠেছে বোঝা। তাঁদের উপর সন্তানদের অত্যাচার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে তেমনই ঘটনা ধরা পড়ে। কিন্তু পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আদালতের দারস্থ হয়ে এক পিতা ফিরে পায় তাঁর সম্পত্তি। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার রূপমারি পঞ্চায়েতের হাজারী কালি মন্দির এলাকা থেকে এমনই ঘটনা ধরা পড়ে। আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজারি কালি মন্দির এলাকার বাসিন্দা সুবল মন্ডল আদালতের দারস্থ হয়ে তাঁর পুত্র সুমনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন এই মর্মে যে, তাঁর ছেলে ও বৌমা বলপূর্বক তাঁর কাছ থেকে সব সম্পত্তি লিখিয়ে নেয়। সম্পত্তি লিখিয়ে নেবার পরই তাঁদের আসল রূপ প্রকাশ পায়। পিতার উপর নির্মম অত্যাচার শুরু করে ছেলে ও বৌমা। তাঁরা প্রায় দিনই পিতাকে মারধর করত। দুবেলা ঠিকমত খেতেও দিত না। মাঝেমধ্যে প্রতিবেশীরা বিষয়টা মেটানোর চেষ্টাও করেছে। কিন্তু পারিবারিক বিষয় বলে সুমন ও তাঁর স্ত্রী তাঁদের পাত্তা দেয়নি। পিতার উপর পুত্রের নির্মম অত্যাচারের জন্য এলাকায় একাধিকবার সালিশি সভাও বসেছে। কিন্তু সমাধান হয়নি। শেষমেশ বৃদ্ধ আদালতের দ্বারস্থ হয়। আদালত সমস্ত তথ্য-প্রমাণ বিবেচনা করে, পিতাকে তাঁর সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেবার নির্দেশ দেয় পুত্র সুমনকে। আদালতের নির্দেশ অনুযায়ী পিতাকে সম্পত্তি ফিরিয়ে দিতে বাধ্য হয় সেই গুণধর পুত্র। এ প্রসঙ্গে বৃদ্ধ জানান, ” আমার সম্পত্তি আমার ছেলে পাবে এটাই স্বাভাবিক। কিন্তু জবরদস্তি সম্পত্তি লিখিয়ে নেবার পর, তাঁরা আমার উপর এতটাই অত্যাচার শুরু করে যে, আমার বেঁচে থাকা দায় হয়ে গিয়েছিল। প্রতিবেশীর পরামর্শে আদালতের দারস্থ হই। বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা ছিল।” আদালতের এহেন সিদ্ধান্তে খুশি স্থানীয়রা। ওই ঘটনা প্রসঙ্গে বৃদ্ধ-র গুণধর পুত্র বা তাঁর স্ত্রী-র কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জেলার নান্দনিক সংবাদ
নিউজ এক ঝলকে
আদালতের নির্দেশে পিতার সম্পত্তি ফিরিয়ে দিল পুত্র
94%

















