সাহিত্য অকাদেমিতে আলোচনা সভা
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ মঙ্গলবার সাহিত্য অকাদেমির প্রেক্ষাগৃহে পূর্বাঞ্চলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক আলোচনা সভা ও কবিতা সন্ধ্যা, প্রথম পর্বে কবিতা পাঠ করেন এই সময়ের ছয় জন তরুণ তরুণী, অনুষ্ঠানের প্রথম পর্বের সঞ্চালনা করেন প্রখ্যাত কথাসাহিত্যিক নলিনী বেরা। দ্বিতীয় পর্বে নিজের সাহিত্য জীবনের সূচনা নিয়ে মননশীল বক্তব্য রাখেন আনন্দ পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক নলিনী বেরা। এবং তার জন্মভূমির পটভূমিকায় লেখা একটা চমৎকার গল্প পাঠ করেও শোনান। তৃতীয় পর্বে আলোচনার বিষয় ছিলো সাঁওতালি সাহিত্যের উন্নয়নে বিভিন্ন পত্র পত্রিকার ভূমিকা এই বিষয়ে বক্তব্য রাখেন সাঁওতালি সাহিত্যিকরা। পাশাপাশি মঞ্চে প্রকাশ করা হয় সাঁওতালি ভাষার সাহিত্য পত্রিকা। সাঁওতালি সাহিত্যের বিভিন্ন পত্রিকার অবদান ও গুরুত্ব এই প্রসঙ্গে বলতে গিয়ে সাঁওতালি সাহিত্য আকাদেমির প্রধান জানান নতুন লেখকদের উৎসাহিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাঁওতালি সাহিত্যিকদের বিভিন্ন লেখায় অর্থ প্রদান করা হয়। আজকের আলোচনা সব দিক থেকেই এক তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখলো বিভিন্ন ভাষার সাহিত্যের প্রতি।
সাহিত্য অকাদেমিতে আলোচনা সভা
95%

















