উপভোক্তা বিষয়ক কার্যালয়ের উদ্বোধন বসিরহাটে
দাবদাহ লাইভ, বসিরহাট, হরিগোপাল দত্ত: পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যজুড়ে উপভোক্তা বিষয়ক দপ্তর জনসাধারণের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতার অধিকার রক্ষা করার কাজ করে চলেছে। বসিরহাট মহকুমা আঞ্চলিক কার্যালয়ের স্থান জিরাকপুর গোটরা গ্রাম পঞ্চায়েত এবং বসিরহাট রবীন্দ্রভবনে। সাম্প্রতিক কালে উপভোক্তা বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতর উজ্জ্বল উপস্থিতিতে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উপভোক্তা বিষয়ক দপ্তরেরমন্ত্রী বিপ্লব মিত্র। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বারাসাতের আঞ্চলিক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কৌশিক ভট্টাচার্য জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মহকুমা শাসক আশীষ কুমার বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জী বাদুড়িয়া বিধায়ক আব্দুর রহিম বসিরহাট পৌরসভার চেয়ারপার্সেন অদিতি মিত্র রায়চৌধুরী ভাইস চেয়ারম্যান সুবীর সরকার (বিলু) এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বসিরহাট রবীন্দ্রভবনে কথা বলা পুতুল এবং পথনাটিকার মতো জনপ্রিয় কার্যক্রমের মাধ্যমে উপভোক্তা সচেতনতামূলক কিছু অনুষ্ঠান আয়োজিত হয়।
উপভোক্তা বিষয়ক কার্যালয়ের উদ্বোধন বসিরহাটে
0%

















