Banner Top

ভারত  সরকারের পক্ষে দেশ জুড়ে পার্টিশন হররস ডে পালন

                                                                      দাবদাহ লাইভ, কোলকাতা, সংবাদদাতা:  ১৫ ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস রুপে পালিত | তবে এই স্বাধীনতার পূর্বে ঘটেছিল ১৯৪৭ সালে দেশ জুড়ে পার্টিশনের বিভিষিকা| যাতে বহু মানুষ হয়েছিল ঘরছাড়া, বহু পরিবার হারিয়েছিল তাদের স্বজনদের, চলেছিল মানুষের উপর মানুষের নির্মম অত্যাচার। দেশ ভাগের সেই করুন সময়কে স্মরণ করতে ও বর্তমান প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দিতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ ই আগস্ট ‘পার্টিশন হররস ডে ‘ ঘোষণা করেছেন| মিনিস্ট্রি অফ কালচার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ১৪ ই আগস্ট দেশজুড়ে পালিত হল এই দিনটি| কলকাতার বিভিন্ন প্রান্তেও পালিত হল বিভাজন বিভিষিকা দিবস| কলকাতার সাইন্স সিটি অডিটোরিয়াম ছাড়াও ইন্ডিয়ান মিউজিয়াম, ন্যাশনাল লাইব্রেরী, মেটাকেভ হল, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ বিভিন্ন স্থানে প্যানেল ডিসকাশন, পার্টিশন নিয়ে তৈরি বিশেষ ডকুমেন্টারি স্ক্রিনিং, দেশ বিভাজনে শ্যামাপ্রসাদ মুখার্জির দৃষ্টিভঙ্গি রূপরেখায় দেশ বিভাজনের ওপর এক বিশেষ এক্সিবিশন, ‘AS they saw পার্টিশান 1947 ‘ এই বইটির প্রকাশ ও এর সাথে সাইলেন্ট মার্চের মধ্যে দিয়ে পালিত হলো দেশের বিভাজন বিভীষিকা দিবস। এদিন সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রিয় কলা কেন্দ্র নিউ দিল্লীর হেড অফ ডিপার্টমেন্ট প্রফেসর কে .অনিল . কুমার , ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ডিরেক্টর জেনারেল অরিজিৎ দও চৌধুরী , বঙ্গ বিজেপীর পক্ষ থেকে প্রীতম দও , স্টেট বিজেপির ভাইস প্রেসিডেন্ট  ডাঃ মধুছন্দা কর , সহ অন্যান্যরা | এক্সিবিশন চলবে আগামী ১৭ ই আগস্ট পর্যন্ত| এদিন প্রায় আড়াই হাজার মানুষ মৌন মিছিলে অংশ নেয় বলে জানা যায়। 
সাইন্সসিটিতে ভারত  সরকারের পক্ষে দেশ জুড়ে পার্টিশন হররস ডে পালন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment