সীমান্তে রাজ্য মহিলা কমিশনের সচেতনতা শিবির
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ সীমান্ত এলাকায় নানারূপ অবৈধ কার্যকলাপ বেড়ে যাওয়ায় চিন্তিত প্রশাসনিক আধিকারিকেরা। সেই অবৈধ কার্যকলাপ যাতে কমানো যায়, সে কথা মাথায় রেখে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্তবর্তী বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের একটি কমিউনিটি হলে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মূলতঃ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে প্রায়শই উঠে আসে অবৈধভাবে ভারতে প্রবেশ, বাল্যবিবাহ, নানান মূল্যবান সামগ্রী সহ মানব পাচারের মতো বিষয়। যা নিয়ে সরব হয় রাজনৈতিক দলগুলি। এক্ষেত্রে রাজ্য ও কেন্দ্র একে অপরকে দোষারোপ করে চলে অবিরাম। সেসব ঘটনা রোধ করতে এবার রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামে পৌঁছে স্থানীয় মানুষদের সচেতনতার বার্তা প্রেরণ করেন। সীমান্ত এলাকায় বসবাসকারী শিশু ও নারীদের কল্যাণার্থে সরাসরি সাহায্যের হাতও বাড়িয়ে দেন তাঁরা। কমিউনিটি হলে অনুষ্ঠিত এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়, কমিশন সদস্য চৈতালী লাহিড়ী, ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেরুন্নেসা বিবি, উপপ্রধান চিন্ময় সরকার ও বসিরহাট ১ নম্বর পঞ্চায়েতের সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সরিফুল মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন স্কুলের ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ এবং শিশু ও নারী পাচারের বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি, বিশেষ একটি কর্মশালার আয়োজন করা হয়। এরপর ঘোজাডাঙ্গা সীমান্তের উত্তরপাড়ার সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মহিলা কমিশনের সদস্যরা। তাঁদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি, পাচার বিরোধী বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। বাল্যবিবাহ ও মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে গ্রামের নারীদের শেখানো হয় নানান কৌশল। সেই সঙ্গে গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়া হয় বিশেষ হেল্পলাইন নম্বর ও মেইল আইডি। হেল্পলাইন নম্বর গুলি হল – ০৩৩২৩২১০১৫৪, ০৩৩২৩৩৪৫৩২৪ ও ০৩৩২৩২১৮৬০৮। এছাড়া wbcw.org@gmail.com – এই মেইল আইডি তেও সরাসরি শিশু ও নারী পাচার সংক্রান্ত যেকোনো ধরনের অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। তাঁদের মতে, এই ধরনের কর্মকাণ্ড আরও বেশি করে করলে গ্রামের মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়ানো সম্ভব হবে। রাজ্য মহিলা কমিশনের নেওয়া এহেন পদক্ষেপে খুশি স্থানীয়রা। একই সঙ্গে সীমান্তে পাচার অনেকটাই কমবে বলে আশাবাদী তাঁরা।
জেলার খবর
নিউজ এক ঝলকে
সীমান্তে রাজ্য মহিলা কমিশনের সচেতনতা শিবির
95%

















