৩২ তম সুতানুটি উৎসব
দাবদাহ লাইভ, কোলকাতা, সুমাল্য মৈত্রঃ সেই হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে ৩২ তম সুতানুটি উৎসবের মধ্যে দিয়ে তার সূচনা হলো রবিবার বিকেলে শোভাবাজারের নাটমন্দিরে জয়া বন্দ্যোপাধ্যায় ও অদ্রিজা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলা চরণের মধ্যে দিয়ে। উল্লেখ্য, সুতানুটির সাথে জড়িয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় ভট্টাচার্য্য, প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন ও পন্ডিত অজয় চক্রবর্তী সহ অনেকেই। এদিনের এই উৎসবে সংবর্ধনা প্রদান করা হয় কিংবদন্তি পন্ডিত অজয় চক্রবর্তী সহ কয়েকজন বিশিষ্ঠ বার্ষিয়ান ব্যক্তিত্বকে।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুতানুটি উৎসবের এক কর্মকর্তা জানান, শুধুমাত্র কলকাতার অতীত ঐতিহ্যই নয়; পাশাপাশি সুতানুটি কমিটি ও সুতানুটি পরিষদ ঐতিহ্য সংরক্ষণেও সমান ভাবে কাজ করে চলেছে। এদিনের মঞ্চ থেকে সুতানুটি পরিষদ সুতানুটি উৎসব২০২৫ এই স্মরণিকার উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। উৎসব চলবে ৩১ অগাষ্ট পর্যন্ত।
সুতানুটির সাথে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস
0%

















