কামারহাটি তে পাড়ায় পাড়ায় সমাধান
দাবদাহ লাইভ, দেবপ্রসাদ সমাদ্দারঃ উত্তর ২৪ পরগণা জেলার কামারহাটী পৌরসভার ২৬ নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সমীরন দাসের তত্ত্বাবধানে ২২শে আগষ্ট ২০২৫ শুক্রবার আনন্দগড় পূজা মণ্ডপে বুথ নং ১১৬, ১১৮, ১১৯ আনন্দগড়, রবীন্দ্রকানন ও কিশোর পল্লীর জনসাধারণের চাহিদা ও উন্নয়ন এবং সমস্যার কথা তুলে ধরার সুযোগ পান ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচীর মাধ্যমে। উল্লেখ্য, আমাদের মতামত, আমাদের প্রয়োজন, আমাদের সিদ্ধান্ত গ্রহণের মত এমন উদ্যোগ এযাবৎ কোন সরকার নেয় নি বলে জানা যায়। এইরকম এক ঐতিহাসিক ভাবনা চিন্তার স্বাক্ষী রইল আনন্দগড় পূজা মন্ডপ। কামারহাটীর বিধায়ক মদন মিত্র ও পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা জানান আমরা জনসাধারণের পাশে আছি এবং থাকবো।

















