নির্মাণ সামগ্রীর দখলে রাজপথ
দাবদাহ লাইভ, হাবরা, হিরণ্ময় চক্রবর্তীঃ উত্তর ২৪ পরগণা জেলার গুরুত্বপূর্ণ রাজপথ জিরাট রোড। হাবরা প্রফুল্ল নগর দোতালা বাড়ি স্টপেজ সংলগ্ন বিল্ডার্স-এর ট্রাক ভর্তি বালি খালাস করতে গিয়ে দীর্ঘ সময় এই রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ বালি আনলোড করতে গিয়ে জিরাট রোডের সিংহভাগ দখলদারি নেয় ট্রাকটি। ফলতঃ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে, বিপাকে পড়ে নিত্য যাত্রীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানান, “শুধু জিরাট রোড বলে কথা নয়, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বিল্ডার্স দাদা-দের দখলদারিতে অবস্থান করছে। অধিকাংশ স্থানেই প্রশস্ত রাস্তা অবরুদ্ধ করেই ইট, বালি ও স্টোনচিপ-এর মতো নির্মাণ সামগ্রীর রমরমা ব্যবসা চলছে। আর এ বিষয়ে পুরসভার মতো স্থানীয় প্রশাসকরা একপ্রকার নীরবই থাকেন। এই অসাধু কারবারীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ এক প্রকার অতিষ্ঠ।” এ বিষয়ে প্রশাসন সক্রিয় হয়ে সহৃদয় দৃষ্টি রাখা উচিত বলেই অভিমত ওয়াকিবহাল মহলের।


















