জেলা তথ্য ও সংস্কৃতি কর্মশালা বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে তিনদিন ব্যাপী চলল ঝুমুর গানের কর্মশালা। ঝুমুর রাঢ় বাংলায় প্রসিদ্ধ। সেই আঙ্গিকে জেলার মানুষের কাছে এই কর্মশালা তুলে ধরার চেষ্টা করা হয়। শিক্ষার্থীরা সবাই লোকশিল্পী। তিন দিন এর এই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঝাড়গ্রামের প্রখ্যাত শিল্পী ইন্দ্রানী মাহাতো।
জেলা তথ্য ও সংস্কৃতি কর্মশালা বারাসাতে
0%

















