Banner Top

শিক্ষাকেন্দ্রে ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন

                                   দাবদাহ লাইভ, ব্যারাকপুর, বৈশাখী সাহা, কলকাতাঃ ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। তাই সারা দেশব্যাপী তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয় স্বাধীনতা দিবস। ব্যাতীক্রম হয়নি এ বছরও। ভারতীয়রা এ বছর সারম্বরে উদযাপন করে ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস। এদিন দুটি শিক্ষা কেন্দ্রে থেকে পৃথক দুটি দৃশ্য ধরা পড়ে। প্রথমেই আশা যাক উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার এয়ারপোর্ট থানার অন্তর্গত নবজীবন কলোনী নবজীবন বিদ্যামন্দির উচ্চমাধ্যমিক স্কুলে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপনের কথায়। এদিন ওই শিক্ষা কেন্দ্র থেকে এক অভূতপূর্ব দৃশ্য ধরা পড়ে সংবাদ মাধ্যমের পর্দায়। স্কুলের প্রতিটি শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী অভিভাবক ও অভিভাবিকারা এদিন সকালেই উপস্থিত হন স্কুল প্রাঙ্গণে। প্রথমেই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ মুখার্জি জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর স্কুলের রবীন্দ্র মঞ্চে প্রধান শিক্ষকের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান পর্ব। বক্তব্যের পাশাপাশি গান, কবিতা পাঠ এবং নৃত্য পরিবেশন করে স্কুলেরই ছাত্র-ছাত্রীরা। এনসিসি-র পক্ষ থেকে স্কুল প্রাঙ্গণে প্যারেডের মাধ্যমে জাতীয় পতাকাকে সম্মান জ্ঞাপন করা হয়। পরিশেষে ভারতের জাতীয় সংগীত এর মধ্য দিয়ে শেষ হয় এদিনের কর্মসূচি। অনুষ্ঠান পর্ব শেষে স্কুলের পক্ষ থেকে সকলকে মিষ্টি মুখ করানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দ উপভোগ করতে পেরে সকলেই খুব খুশি, এমনটাই জানায় স্কুলে আগতরা। অন্যদিকে, এদিন অপর এক শিক্ষা কেন্দ্রে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় একজন শিক্ষকের। ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে স্কুল সহ গোটা এলাকা।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত  মল্লিকপুর এলাকা থেকে এমনই দৃশ্য ধরা পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মল্লিকপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষক ৬২ বছরের মনোয়ার হোসেন, স্বাধীনতা দিবসের সকালে স্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। পতাকা লাগানোর জন্য একটি লোহার পাইপ ব্যবহার করতে গিয়েই ঘটে বিপত্তি। অসাবধানতাবশত সেই পাইপটি স্কুলের পাশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে যাওয়া মাত্রই বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনায় ব্যপক শোরগোল পড়ে স্কুল চত্বরে। স্থানীয়রা তৎপরতার সাথে আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায় হাড়োয়া থানার পুলিশ। জানা যায়, দীর্ঘদিন যাবত ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছিলেন মনোয়ার হোসেন। তাঁর ব্যবহার অত্যন্ত ভালো হওয়ায়, স্কুলের সমস্ত পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এমনকি স্থানীয়রা তাঁকে খুব শ্রদ্ধা করতেন। এক কথায়, সকলের কাছের মানুষ হয়ে উঠেছিলেন তিনি। স্বাধীনতা দিবসের আনন্দের মুহূর্তে ওই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে ওই শিক্ষা প্রতিষ্ঠান সহ গোটা এলাকা। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃত শিক্ষকের দেহ।

শিক্ষাকেন্দ্রে ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment