একটা নাট্য সন্ধ্যা
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ বিশ্ব বরেণ্য মৃণাল সেন আর তার চলচ্চিত্র জীবন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে । শতবর্ষে পা দেওয়া বিশ্ব বন্দিত্ব পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তার জীবন কাহিনী নিয়ে নাট্য মঞ্চস্থ হলো শনিবার সন্ধ্যায় মধ্যমগ্রাম পুরসভার নজরুল শতবার্ষিকী সদনে ।এই নাট্য সন্ধ্যায় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ বিমান বসু । সমুদ্র গুহ পরিচালিত প্রযোজনায় স্পন্দন ও ভারতীয় গণনাট্য সংঘ ।এই নাটকে টিকিট বিক্রির অর্থ তুলে দেওয়া হবে নব নির্মিত জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ রিসার্চ সেন্টারের উন্নতিকল্পে । এছাড়াও সাধারণ মানুষের আর্থিক সহায়তাও এদিন তুলে দেওয়া হয় বিমান বসুর হাতে ।এই নাট্য সন্ধ্যায় সহযোগিতা সংগঠন হিসেবে ছিলেন ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ চারণ সাহিত্য চক্র ও সংলাপ শাখা
পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ( মধ্যমগ্রাম আঞ্চলিক কমিটি)। এছাড়াও ছিলো এস এফ আই ডিওয়াইএফ আই এআই ডি ডব্লিউ এ ( মধ্যমগ্রাম আঞ্চলিক কমিটি)।
পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ( মধ্যমগ্রাম আঞ্চলিক কমিটি)। এছাড়াও ছিলো এস এফ আই ডিওয়াইএফ আই এআই ডি ডব্লিউ এ ( মধ্যমগ্রাম আঞ্চলিক কমিটি)।
একটা নাট্য সন্ধ্যা
0%

















