নবরূপে নিউ ব্যারাকপুর হাসপাতাল
দাবদাহ লাইভ, বারাকপুর, সুমাল্য মৈত্রঃ নবরূপে সজ্জিত হয়ে জনগনের কাছে উপহার হিসেবে দিলেন নব ব্যারাকপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের পুর হাসপাতাল। শনিবার বিকেলে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফিতে কেটে এই নিউ ব্যারাকপুর পুরসভা পরিচালিত বি সি রায় হাসপাতালের আধুনিকরণ নতুন রূপে এলাকার লোকেদের হাতে তুলে দিলেন এলাকার বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য । উপস্থিত ছিলেন পানি হাটি / খরদা সহ বিভিন্ন এলাকার পৌর প্রধান । এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রী শোভোনদেব চট্টোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ সহ আরও অনেকেই ।নব রূপে সজ্জিত নব ব্যারাকপুর পুরসভা হাসপাতালের বিভিন্ন পরিসেবার মধ্যে আছে বার্ণ ইউনিট/ ডায়লেসিস সহ বিভিন্ন বিভাগ। আগামী দিনে পুরসভা পরিচালিত এই হাসপাতাল আরও অন্যান্য বিভাগ যুক্ত হবে বলে জানান নব ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা।
নবরূপে নিউ ব্যারাকপুর হাসপাতাল
নবরূপে নিউ ব্যারাকপুর হাসপাতাল
98%

















