হাবড়া নান্দনিকের স্বাধীনতা দিবস পালন
দাবদাহ লাইভ, হাবড়া, নিজস্ব সংবাদদাতা: ১৫ আগস্ট, ২০২৫ সকালে হাবড়া নান্দনিক নাট্যদল শ্রদ্ধার সাথে পালন করলো ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিন প্রথমে মহড়া কক্ষের সামনে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ ও স্বাধীনতার বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। এরপর মহড়া কক্ষের ভিতরে অনুষ্ঠিত হয় একটি দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃতি পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা। এ বিষয়ে দলের নির্দেশক দেবব্রত দাস জানান, ‘প্রতিবছর আমরা আমাদের নাটকের দলে মর্যাদার সাথে এই দিনটি পালন করি।’ সমগ্র অনুষ্ঠানে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

















