আত্মজর রাখীবন্ধন ও স্বাধীনতা দিবস পালন
দাবদাহ লাইভ, হাবরা, অনন্তকুমারী: ৯আগস্ট ও ১৫ আগস্ট বাবুপাড়া আত্মজ নাট্য সংস্থা গোবরডাঙা, পালন করলো রাখীবন্ধন উৎসব ও স্বাধীনতা দিবস। সৌভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে বাঁধতে পথচলিত মানুষদের রাখী পড়ানো হয়। পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা হয়। এরপর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠান দু’টিতে ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।দলের সম্পাদক তিলক মুখার্জী বলেন, ‘যেভাবে সাম্প্রদায়িকতা ও নাশকতা বেড়েছে সেই সময় দাঁড়িয়ে এই দুটো অনুষ্ঠানের গুরুত্ব যথেষ্ট অপরিসীম।সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে সম্প্রীতি ও দেশপ্রেম সবার মধ্যে সঞ্চারিত করার শপথ নেওয়া হয়।’

















