বারাসাত প্রেসক্লাব স্বাধীনতা দিবস পালন
দাবদাহ লাইভ, বারাসাত, অনন্ত চক্রবর্তী: ১৫ আগস্ট উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত প্রেসক্লাব-এর পক্ষ থেকে মহা সমারোহে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন বারাসাত প্রেস ক্লাবের সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য, সহ-সভাপতি মাবজুল চৌধুরী, অনন্ত চক্রবর্তী, হিরণ ঘোষাল, সত্যেন্দ্র মণ্ডল ও দেবপ্রসাদ সমাদ্দার সহ অন্যান্যরা। কথায়-কবিতায় ও সংগীতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
নিউজ এক ঝলকে
বারাসাত প্রেসক্লাব স্বাধীনতা দিবস পালন
97%

















