আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের খোঁজে তল্লাশি অভিযান
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ গাড়ি ভাড়া নেওয়ার নামে প্রতারণা করেছে এক ব্যাক্তি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের হদিস পায় পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার শাসন থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, পানিহাটির নাটাগড় কালিতলা এলাকার বাসিন্দা সহেলি বসু ও তাঁর স্বামী গাড়ি ভাড়া দেন। পূর্বের ন্যায় কয়েকদিন আগে তাঁদের গাড়ি ভাড়া নেয় আশিক বিশ্বাস নামে এক ব্যাক্তি। কিন্তু চার পাঁচ দিন কেটে গেলেও গাড়ির কোনো খোঁজখবর পাচ্ছিলেন না, এমনকি আশিকের সঙ্গেও যোগাযোগ করতে পারছিলেন না তারা। এরপর মুলত বাধ্য হয়েই গাড়ির জিপিএস লোকেশন ট্র্যাক করে তাঁরা জানতে পারেন, শাসন থানা এলাকায় রয়েছে তাঁদের গাড়ি। এরপরই পানিহাটির দম্পতি গাড়ির খোঁজ-খবর নিতে শাসন থানায় পৌঁছে জানতে পারেন, কৃষ্ণনগর আরটিও মারফত গাড়িটি আশিক নিজের নামে করে নিয়েছে। এরপর দম্পতি গাড়ি পাচার চক্রের শিকার হয়েছে বুঝতে পেরে আশিকের বিরুদ্ধে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পত্রের প্রতিলিপি ঘোলা থানায় পাঠায় শাসন থানার পুলিশ। পুলিশ জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। শাসন ও ঘোলা থানার পুলিশ যৌথভাবে আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের খোঁজে তল্লাশি অভিযানে নামে। ওই ঘটনার সঙ্গে কৃষ্ণনগর আরটিও দপ্তরের বেশ কিছু আধিকারিক জড়িত। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানায় পুলিশ।
জেলার খবর
নিউজ এক ঝলকে
আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের খোঁজে তল্লাশি অভিযান
91%

















