বারাসাতে রবীন্দ্র স্মরণ
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতা: এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ করল ইস্টার্ন রেলওয়েমেন্স কংগ্রেসের বনগাঁ শাখা। গত ১২ আগস্ট বারাসাতের জেলা পরিষদ ভবনের নীলদর্পণ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিনোদ শর্মা, সাধারণ সম্পাদক স্বপন দত্ত, তপন দাস ও শাখা সম্পাদক প্রদীপ চক্রবর্তী-সহ অন্যান্যরা। মূল অনুষ্ঠানে প্রবেশের আগে সদ্য অবসর প্রাপ্ত বনগাঁ শাখার সম্পাদক প্রদীপ চক্রবর্তীকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্বলন করেন ইস্টার্ন রেলওয়েমেন্স কংগ্রেস কেন্দ্রীয় কমিটির সভাপতি বিনোদ শর্মা। তারপর কথায়- কবিতায়, আবৃত্তি, সংগীত ও নৃত্যে এক কথায় গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই রবীন্দ্রপ্রয়াণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। প্রদীপবাবু জানান, “যাঁরা নিরলস ভাবে কাজ করে চলেছেন সেই রেল শ্রমিকদের জন্য এই আয়োজন। এই উদ্যোগে আমার সভাপতি ও কার্যকরী সভাপতির ভূমিকা অনস্বীকার্য। রবি ঠাকুরের এই অনুষ্ঠান শ্রমিকদের বাড়তি অক্সিজেন যোগাবে বলে আমার বিশ্বাস।”


















