সিপিডিআর-এর প্রতিষ্ঠা দিবস পালন
দাবদাহ লাইভ, বারাসাত, গনেশ রায়: ১০ই আগস্ট সিপিডিআর এর ৩৮ তম ফাউন্ডেশন ডে উপলক্ষে বিকাল ৪টের সময় শিয়ালদা বহু বাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাসে বিশাল সমাবেশ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডি আর ওয়েস্ট বেঙ্গলের সভাপতি দয়াময় বিশ্বাস সাধারণ সম্পাদক দুলাল ঘোষ, নূর আলম, মহঃমইনুদ্দিন, বিকাশ রায়, রাজীব জাসওয়াল, বারাসাত শাখার সভাপতি মনোজ কুমার জাসওয়াল, সহ সভাপতি লক্ষীকান্ত দেবনাথ, মনিষ সরকার ও অন্যান্য সদস্য ও সদস্যারা এছাড়া বিভিন্ন শাখা ও বিভিন্ন জেলার মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়।
সিপিডিআর-এর প্রতিষ্ঠা দিবস পালন
0%

















