রবীন্দ্র প্রয়াণ দিবস পালন টেক্সম্যাকোতে
দাবদাহ লাইভ, বারাসাত, দেব প্রসাদ সমাদ্দারঃ উত্তর ২৪ পরগণা জেলার বেলঘড়িয়ায় সকালে ৪ নং টেক্সম্যাকো রেলওয়ে গেটের সামনে ভোরের সাথীর উদ্যোগে রবীন্দ্র প্রয়াণ দিবস পালিত হয়। সংগীত পরিবেশন সহ কবিতা পাঠ, রবীন্দ্রনাথের জীবন দর্শন ও বাংলা ভাষার উপর আক্রমন নিয়েও আলোচনা হয়। সাধারণের মধ্যে একটা সাড়া পড়ে বলে এলাকায় সমালোচনা শুরু হয়েছে যা সুস্থ সংষ্কৃতি গড়ে ওঠার সহায়ক হিসাবে বিদ্বজ্জনদিগের অভিমত। এই বৃষ্টিতে দু’ শতাধিক সাধারণ মানুষের উপস্থিত এই অনুষ্ঠানটিতে অন্য মাত্রা এনে দিয়েছে বলে জানা যায়।
নিউজ এক ঝলকে
রবীন্দ্র প্রয়াণ দিবস পালন টেক্সম্যাকোতে
94%

















