কন্যা সুরক্ষা যাত্রায় বিজেপির মহা মিছিল
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ বেটি বাঁচাও বেটি পাড়াও এই ভাবনা চিন্তাকে পাথেও করে উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতের বুকে বুধবার বিকেলে ভারতীয় জনতা পার্টি এক মহা মিছিলের আয়োজন করে। এই মিছিলে পা মেলায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কৌস্তুভ বাগচি ও জেলা বারাসাত সংগঠনের বিজেপির বিভিন্ন প্রতিনিধিরা। পদযাত্রা শুরু হয় ময়না চেক পোষ্টের সামনে থেকে এবং তা যায় কলোনির মোড় পেরিয়ে চাঁপাডালি হয়ে শতদলের মাঠে গিয়ে এই পদযাত্রা পৌঁছায়। কয়েক হাজার বিজেপি কর্মী ও সমর্থক এবং বারাসাত বিজেপি জেলা সংগঠনের বিভিন্ন প্রতিনিধিরাও এই পদযাত্রায় যোগ দিয়েছিলেন । চাঁপা ডালি মোরে এই পদযাত্রা পৌঁছাতেই শাসক দল পরিচালিত অটো ইউনিয়নের ঘরের বাইরে শাসক দলের ব্যানারের ওপর লাঠি জুতো ছোঁড়া হয়।কদিন আগেই বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছিলেন শাসক দলেরই সমর্থকদের হাতে এই সেই ক্ষোভেরই প্রকাশ বলে মনে করা হচ্ছে । এই বিক্ষোভের সময় শাসক দলের কারুর ছোঁড়া ইঁটের আঘাতে আক্রান্ত হয় বিজেপির এক সমর্থক।

















