আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে সংঘর্ষ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ রাজ্য জুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী ঘোষিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্প। ওই ক্যাম্পেই শাসক দল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট উত্তর বিধানসভার মাটিয়া থানার অন্তর্গত বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বড়গোবরা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড়গোবরা এলাকায় শুরু হয় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্প। স্থানীয়রা একে একে তাঁদের দাবি দাওয়া নিয়ে সেখানে হাজির হতে শুরু করে। নির্বিঘ্নেই চলছিল সেই ক্যাম্পের কার্যকলাপ। আচমকা ৫ নম্বর বুথের আইএসএফ সদস্য সালেহা খাতুন বিবি, তাঁর কর্মী সমর্থকদের নিয়ে সরকারি পরিষেবা প্রদানকারী ওই ক্যাম্পে যান। সেখানে উপস্থিত সরকারি আধিকারিকদের কাছে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন তাঁরা। মুহূর্তেই শান্ত পরিবেশ হয়ে ওঠে অশান্ত। আইএসএফ এর অভিযোগ, তাঁদের পেশ করা দাবি গুলোকে বাদ দিয়ে তৃণমূল নিজেদের দাবিগুলোই নথিভুক্ত করে চলেছিল। তার প্রতিবাদ করায়, আইএসএফ ও শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় বচসা। মুহূর্তেই শুরু হয় মারামারি। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিনের ঘটনা প্রসঙ্গে বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জামালউদ্দিন মল্লিক জানান, দুই পক্ষের মধ্যে সামান্য বচসা হলেও, তা মিটেও গেছে। তবে এদিনের ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে।
জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিপাকে বিজেপি বিধায়ক
ভেঙে দেওয়া হল পাতুলিয়ার অবৈধ নির্মান
নিউজ এক ঝলকে
'আমাদের পাড়া আমাদের সমাধান' ক্যাম্পে সংঘর্ষ
86%



















