পাচারের পূর্বে উদ্ধার সোনা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ গোপন সূত্র অনুযায়ী অভিযান চালিয়ে সোনা উদ্ধার করার পাশাপাশি, এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ঘোজাডাঙা সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে জানা যায়, গোপন তথ্য অনুযায়ী বিএসএফ এর ১০২ নম্বর ব্যাটেলিয়ন এর জওয়ানরা এদিন ভোর রাতে ঘোজাডাঙা সীমান্তে কড়া নজরদারি চালায়। ঘোজাডাঙা সীমান্ত এলাকার বাসিন্দা সুব্রত সরকার নামে এক ব্যাক্তি সেই সময় মোটর বাইক চালিয়ে ওই সীমান্ত এলাকায় যায় এবং ইতস্তত ঘোরাঘুরি করতে থাকে। সন্দেহ হওয়ায় সুব্রতকে আটক করে তল্লাশি চালায় জওয়ানরা। তল্লাশি চালিয়ে ৪৬৬.২৯০ গ্রাম ওজনের ৩ টি সোনার বিস্কুট ও একটি অবৈধ সোনার চালান উদ্ধার করে জওয়ানরা। এরপরই ওই পাচারকারীকে আটক করার পাশাপাশি বাইকটিকে বাজেয়াপ্ত করে বিএসএফ। জানা যায়, উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৪৬ লক্ষ ৯৪ হাজার ৭৯৪ টাকা। পরবর্তী পদক্ষেপের জন্য উদ্ধারকৃত সোনা সহ ধৃতকে ঘোজাডাঙা শুল্ক দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিএসএফ।
পাচারের পূর্বে উদ্ধার সোনা
0%

















