হাবড়ায় জল যন্ত্রণায় পথ অবরোধ
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: অবিরাম বৃষ্টিতে রাজ্যের একাধিক অঞ্চলের পাশাপাশি চরম দুর্ভোগে উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া পুরসভায় দু’নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিন জল জমে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশ বাড়িগুলিতে। অসুস্থ হয়ে পড়ছেন পরিবারের সদস্যরা। এ ছাড়া সাপ- ব্যাঙের উৎপাতও শুরু হয়েছে বলে দাবি এলাকাবাসীর। অবশেষে সমস্যা সমাধানে পথ অবরোধে নামলেন এলাকার আবাল-বৃদ্ধ-বণিতারা। ১আগস্ট রাতে যশোর রোড আটকে এলাকার কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। এলাকার বাসিন্দা কুন্তল সাহা স্পষ্ট জানান, জল নামানোর কাজ শুরু হলে তবে তাঁরা অবরোধ তুলবেন। এদিকে প্রায় সাড়ে ৩ ঘন্টা যশোর রোড অবরুদ্ধ হওয়ায় দীর্ঘ যানজট তৈরি হয়ে যায় রাস্তায়। ঘটনাস্থলে পৌঁছন হাবড়া থানার আইসি-সহ পুলিশ বাহিনী। পরিশেষে পুরো প্রধান নারায়ণ সাহার মধ্যস্থতায় সমাধান সূত্র বের করা হয়। তথাপিও, পরিস্থিতি এমন পর্য্যায়ে পৌঁছায় যে কয়েকজনকে আটক করে পুলিশকে সামাল দিতে হয়। ২ আগস্ট সকাল থেকে হাটথুবার প্যান্টালুনস্ সংলগ্ন যশোর রোড নিম্নস্থ অবরুদ্ধ জল সরবরাহের ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়।


















