ডেঙ্গু সচেতনে রাষ্ট্রপতি পুরস্কৃত বাউল শিল্পী ডায়মন্ড হারবার স্টেশনে
দাবদাহ লাইভ, ডায়মন্ড হারবার, বাইজিদ মন্ডল: সারা বছর ধরেই নিঃস্বার্থ ভাবে সমাজ সচেতন, কুসংস্কার কুপ্রথা দূরীকরণ, দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বাউল গানের বার্তায় বিভোর, রাজ্যে বিনা পারিশ্রমিকে সমাজ সেবায় যুক্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একমাএ বাউল লোক শিল্পী পূর্ব বর্ধমানের স্বপন দত্ত। গত বছরের তুলনায় বর্ষাকালে এ বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সব জেলাতেই,তার ফলে অনেক জায়গা বন্যায় প্লাবিত হয়েছে। এবং রাস্তা ঘাটে খানা ডোবায় বিভিন্ন জায়গায় জল জমে ডেঙ্গু মশা জন্মাচ্ছে। তাই ডেঙ্গু মশার কামড় থেকে মানুষকে বাঁচাতে আগেভাগেই জেলায় জেলায় পথে পথে বাউল গানে ডেঙ্গু সচেতনে ঘুরছেন রাষ্ট্রপতির প্রশংসিত সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল। বুধবার শিয়ালদহ দক্ষিন শাখায় ডায়মন্ড হারবার জমজমাট একটি ব্যস্ত রেল স্টেশনে ঘুরতে দেখা গেলো পূর্ব বর্ধমান থেকে ছুটে আসা নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকের উদাস বাউল স্বপন দত্তকে। তিনি রাষ্ট্রপতির দেওয়া একতারা কোল ডুগী বাজিয়ে নেচে নেচে নিজের লেখা নিজের সুরেই ডেঙ্গু নিয়ে বাউল গানে মানুষকে সচেতন করে বোঝাচ্ছেন জমা জলই মশা বাহিত রোগের কারণ। বাড়ির আশে পাশে আনাচে কানাচে গর্তে ডোবায় জল জমিয়ে ডেকে এনো নাগো মরন। গানে ও বক্তব্যে স্বপন দত্ত বাউল বলছেন,মশা কামড়ালে জ্বর হলেই সেটা কিন্তূ ডেঙ্গু জ্বর বলে কেউ অযথা আতঙ্কিত হবেন না। রক্তে এলাইজা টেস্ট করলে তবেই ডেঙ্গু হয়েছে কিনা ধরা পড়বে। আবাসনের জলের ট্যাংকে, ফুলদানীতে, ঠাকুরের ঘটে খাবারের দোকানে হাত ধোয়ার জলের জায়গায় ও ডাবের খোলায়,প্লাস্টিকের ছেঁড়া প্যাকেটে, চৌবাচ্ছায় ও পরিত্যক্ত গাড়ির টায়ারে জল জমিয়ে রাখা চলবে না,কারণ ওখানেও ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে। স্বপন বাউল গানে গানে বার বার জনগণকে বলছেন, ডেঙ্গু মশার কামড় থেকে বাঁচতে হলে দিনে রাতে শোবার সময় মশারিটা টাঙাতে কেউ ভুলবেন না। এমন সুন্দর করে বাউল গানে গানে ও বক্তব্যে ডেঙ্গু সচেতন দেখে ডায়মন্ড হারবার এলাকার মানুষ মুগ্ধ। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে সারা রাজ্যের জেলায় জেলায় নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে বেশ কয়েক বছর ধরেই ডেঙ্গু সচেতন করে অনেক ক্ষেত্রেই ডেঙ্গু বিজয় করে সফলতা পেয়েছেন। ও ডেঙ্গু বিজয়ের বাউল শিল্পী বলেও লোক সমাজে পরিচিতি পেয়েছেন। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপন দত্ত বাউলকে তিনবার সম্মানিত করেছেন,তার নিজ চেষ্টায় মহতী এই উদ্যোগ দেখে। তিনি সুষ্ঠ সমাজ গঠনের লক্ষ্যে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সমাজসেবায় জীবন উৎসর্গ করার জন্য ধন্যবাদ জানান বিশিষ্ট মহল থেকে।
নিউজ এক ঝলকে
ডেঙ্গু সচেতনে রাষ্ট্রপতি পুরস্কৃত বাউল শিল্পী ডায়মন্ড হারবার স্টেশনে
97%

















