এসআই এর বিরুদ্ধে এসপি-র দারস্থ বৃদ্ধ
দাবদাহ লাইভ, রাণাঘাট, বৈশাখী সাহাঃ সম্পত্তি হাত বদলের জন্য ক্রমশ চাপ। সেই কারণে নিগৃহীত হয়ে চলেছে এক বৃদ্ধ। থানায় জানিয়ে লাভ হয়নি। উপর্যুপরি এক পুলিশ অফিসারের বিরুদ্ধে হয়রানি এবং হুমকির অভিযোগ তুলে এসপি-র দারস্থ হন সেই বৃদ্ধ। নদিয়া জেলার কল্যাণী মহকুমার চাকদহ থানার অন্তর্গত পূর্ব বক্সিপুর গ্রামের ঘটনা। ওই গ্রামের বাসিন্দা নির্যাতিত ৭০ বছরের সুবল চন্দ্র বিশ্বাসের কথায়, সম্পত্তি হস্তান্তরের জন্য তাঁর স্ত্রী ও পুত্রবধু গত কয়েক বছর যাবত তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করে চলেছে। সে বিষয়ে তিনি একাধিকবার থানায় অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। বরং চাকদহ থানার অফিসার সুন্দর গোপাল তাঁর স্ত্রীর কাছ থেকে ঘুষ নিয়ে তাঁর উপর চাপ সৃষ্টি করতে থাকে বলে অভিযোগ। তাঁর আরও অভিযোগ অফিসার নিজেই তাঁর কাছে এক লক্ষ টাকা ঘুষ দাবি করেন। বৃদ্ধের দাবি, ওই এসআই এর উপস্থিতিতেই বাড়ির মালিকানা হাত বদলের চেষ্টা চলছে। তিনি এও বলেন, থানার ভিতর বৃদ্ধকে একটি রুমে নিয়ে গিয়ে ওই এসআই একটি ফাঁকা ১০ টাকার স্ট্যাম্প পেপারে সই করতে চাপ দেয়। তিনি সই করতে অস্বীকার করলে সুন্দর বাবু বৃদ্ধের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। হুমকি দেন। ধমক দিয়ে বৃদ্ধকে বলেন, “তুই আর ওই বাড়িতে থাকতে পারবি না। ওরা আমাকে ১ লাখ টাকা দিয়েছে। তুই যদি ১ লাখ টাকা দিস অথবা ওই ফাঁকা স্ট্যাম্প পেপারে সই করিস, তবেই এই বৃদ্ধ বয়সে ওই বাড়িতে থাকতে পারবি নচেৎ কিছুই পাবি না”। এসপি-র কাছে দেওয়া অভিযোগ পত্রে তিনি জানান, তিনি এখন সম্পূর্ণ অসহায়। স্ত্রী ও পুত্রবধূ তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এহেন ঘটনায় বৃদ্ধ সুবল বাবু তাঁর নিরাপত্তা ও চাকদহ থানার ওই অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে রানাঘাট পুলিশ জেলার সুপারিনটেনডেন্টের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। তাঁর অভিযোগ এসআই তার স্ত্রী ও পুত্রবধূর সঙ্গে হাত মিলিয়ে তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। বৃদ্ধের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এসপি।
পুলিশ প্রশাসনের খবর
পুলিশের নিরুদ্ধে পুলিশে অভিযোগ
এসআই এর বিরুদ্ধে এসপি-র দারস্থ বৃদ্ধ
0%

















