মানবতার বন্ধনকে সুদৃঢ় করতে প্রতিবছরের ন্যায় এ বছরও কাদেরিয়া নাসারিয়া উরস কমিটির পরিচালনায় এবং আন নাসার ওয়েলফেয়ার ট্রাস্টের মুখ্য সহযোগিতায় উরসে নাসরে মিল্লাত উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর২ ব্লকে আয়োজিত হলো এক মহতি রক্তদান এবং বিনামূল্যে হার্ট চেক আপ শিবির। অ্যাপোলো চেন্নাই এর বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জাহাঙ্গীর আলম তার টিম সহ উপস্থিত ছিলেন। ছিলেন এগরা ব্লাড ব্যাংক এর মেডিকেল টিম। উপস্থিত ছিলেন বিডিও পটাশপুর ২ শঙ্কু ঘটক , পঞ্চায়েত সমিতির পটাশপুর ২ এর সভাপতি স্বপন কুমার মাইতি প্রাক্তন সভাপতি ও সদস্য চন্দন কুমার সাহু, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন বন ও ভূমি কর্মাধ্যক্ষ ও বর্তমান সদস্য মৃণাল কান্তি দাস প্রমুখ। আজকে ৫২ জন রক্তদাতা রক্ত দান করেন।পূর্ব মেদিনীপুর ছাড়াও অন্য জেলা থেকে মানুষ আসেন রক্ত দান করতে। এগরা ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। ট্রাস্টের সভাপতি তথা জেনকাপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মোঃ ফায়জুর রহমান সাহেব এবং সম্পাদক মির্জা শাহজাহান বেগ, কোষাধ্যক্ষ ফিরোজ খান উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রত্যেক রক্তদাতা কে ফুলের তোড়া, মিষ্টি, ছাতা এবং একটি গাছের চারা উপহার স্বরূপ দেওয়া হয়। আগামী কাল ১৮ ই জুলাই অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প ।

















