পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন যাদবপুর-ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রথম জেলা মিটিং
দাবদাহ লাইভ, সুমিত ভট্টাচার্য, কলকাতা: শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশীষ চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এদিনের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন যাদবপুর-ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রথম জেলা মিটিং। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন এর রাজ্য সভাপতি পলাশ সাধুখাঁ, দক্ষিণ ২৪ পরগণা জেলার যাদবপুর-ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রেমাংশু জানা, রাজ্য সাধারণ সম্পাদিকা খাদিজা খাতুন সহ জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকগণ। এদিনের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদিকা খাদিজা খাতুন। এদিন তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশীষ চক্রবর্তীর ভূষসী প্রশংসা করে বলেন, শুভাশীষ দা’র দলীয় কার্যালয়ে, তাঁর নিজের অফিসে আজকে আমাদের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা মিটিং টা করবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। দাদার স্নেহের হাত আমাদের মাথায় নিয়ে এগিয়ে চলবে প্রাথমিক শিক্ষক সংগঠন। আমরা আপ্লুত।এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা সেলের চেয়ারম্যান তথা রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন যাদবপুর-ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রথম জেলা মিটিং
0%

















