ডক্টরস ডে পালন বিধাননগর পৌর নিগমের
তৃণমূল মহিলা কং উদ্যোগে ডক্টরস ডে পালন
তৃণমূল মহিলা কং উদ্যোগে পালন ডক্টরস ডে
তৃণমূল মহিলা কং উদ্যোগে পালন
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ ডাঃ বিধানচন্দ্র রায়ের ১৪৪ তম জন্ম দিবস এবং ৬৪ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে ডক্টর দিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যের নির্দেশে বারাসাত সংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগ নবপল্লী বয়েজ স্কুলের মাঠে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধান নগরের মেয়র মাননীয়া কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া, বিধায়ক তাপস চ্যাটার্জী, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মিনু দাস চক্রবর্তী, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি স্বপ্না এবং অন্যান্য মহিলা নেত্রীবৃন্দ ও কর্মীবৃন্দ। সন্মানীয়া মেয়র তাঁর বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন রক্তদান জীবন দান এবং মানুষের জীবনে রক্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এলাকার মানুষকে স্বেচ্ছায় রক্তদান করতে উৎসাহিত করেন।
ডক্টরস ডে পালন ও পরিবেশ সচেতনতা
ডক্টরস ডে পালন ও পরিবেশ সচেতনতা
ডক্টরস ডে পালন ও পরিবেশ সচেতনতা
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদ দাতাঃ পয়লা জুলাই। জাতীয় চিকিৎসক দিবস। সমাজের প্রতি চিকিৎসকদের যে ভূমিকা, সেই ভূমিকার কথা মাথায় রেখে চিকিৎসকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবার জন্য পশ্চিমবঙ্গের রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যু দিনকে জাতীয় চিকিৎসক হিসেবে দিবস হিসেবে পালন করা হয়। সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে এই দিনটা সর্বত্রই পালিত হয়েছে আজকে। কিন্তু এরই মধ্যে প্রকৃতির সব থেকে বড় শত্রু যে প্লাস্টিক সেই প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে কিছু মানুষ যে সদর্থক ভূমিকা নিয়ে স্বাস্থ্যকে সুন্দর রাখবার অঙ্গীকারের বাস্তবায়ন করে যাচ্ছেন তার নমুনা পেলাম গুমা রবীন্দ্র বিদ্যাপীঠে। হাবরা ব্লক টু এর অধীন এই বিদ্যালয়ে ব্লকের ব্যবস্থাপনায় আয়োজিত হলো এক প্লাস্টিক সচেতনতা শিবির । যে শিবিরের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ কর্মী ও শিক্ষক অরিন্দম দে। সঙ্গে ছিলেন বিশিষ্ট পরিবেশ সচেতনতায় প্লাস্টিক ডোনেশন ক্যাম্পের আয়োজক চঞ্চল বাগচী এবং বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অমিত সরকার। জেলায় ব্যতিক্রমী বিদ্যালয় হিসাবে বিদ্যালয়ের ইকো ক্লাবের ছাত্র-ছাত্রী ও তাদের নির্দেশক শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে এই আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতবাবু তাদের আজকের এই কর্মসূচি কেন তা সবিস্তারে আলোচনা করেন। চঞ্চল বাগচী তার আলোচনায় বলেন, এই প্লাস্টিক উৎপাদন বন্ধ করা কোনভাবেই সম্ভব নয়, তাই এই প্লাস্টিককে কিভাবে কাজে লাগানো যায় তার ভাবনা আমাদের ভাবতে হবে। এরপর মুখ্য আলোচক অরিন্দম দে তার প্লাস্টিক বিষয়ক যন্ত্রণা ও তার সঠিক ব্যবস্থাপনায় তাকে নিয়ন্ত্রণ করার পথ বাতলে দিয়ে তার বিকল্প ভাবনা ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি হাতে-কলমে কিছু দৃষ্টান্তও ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরে বিকল্পের সন্ধান দেন। স্মার্ট টিভির মাধ্যমে তিনি আমরা চাই বা না চাই প্লাস্টিক কত রকম ভাবে আমাদের বাড়িতে চলে আসে। কিভাবে তা আমাদের গ্রাস করছে এবং এই পরিবেশের প্রতি আমাদের উদাসীনতায় এই প্লাস্টিক কিভাবে পরিবেশের ক্ষতি করছে আর এ ব্যাপারে আমাদের কি করনীয় তা ছবির সাহায্যে দেখিয়ে আলোচনা করেন। বিকল্পের সন্ধান দিতে গিয়ে তিনি ইকো ব্রিকের নির্মাণ দেখান। হাতে-কলমে দেখান বাজারের ব্যাগ তৈরীর পদ্ধতি ও তা নিখরচায় কিভাবে সম্ভব তাও দেখিয়ে দেন। সবশেষে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার প্রকাশের মধ্য দিয়ে সকলের সদিচ্ছাকে সঙ্গে নিয়ে প্লাস্টিক নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান জানান। গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের ইকো ক্লাবের ছাত্রছাত্রীরা এই আলোচনা চক্রের পর নির্দিষ্ট প্রশ্নমালা নিয়ে বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় সাতটি দলে ভাগ হয়ে গিয়ে একটি সমীক্ষা চালান সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে। সেই সমীক্ষায় উঠে আসা তথ্য শিক্ষক শিক্ষিকারা সেই দিনই সকলের উপস্থিতিতে পর্যালোচনা করে একটি রিপোর্ট তৈরি করেন। এই রিপোর্ট জাতীয় পরিবেশ মন্ত্রকের যে পোর্টাল সেই পোর্টালে বিগত দিনের মতো এবারও প্রকাশ করবার অভিপ্রায় জানালেন প্রধান শিক্ষক অমিতবাবু। সকল ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও উপস্থিত সকলের সদর্থক ভূমিকায় আজকের এই আয়োজন অত্যন্ত সফল ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
নিউজ এক ঝলকে
বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে
বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা
বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা
পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে
পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে
হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা
হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা
স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি টাউনশিপে
স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি টাউনশিপে
রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়
রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম
সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী
সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী
পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা
পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা
জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং-এর
জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর
ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২
ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২
মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই
ওয়ার্কশপে মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই
নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী
নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক শিয়ালদহ ডিভিশনে
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক সিনিয়র ডিসিএম
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টে ধৃত এক
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টে ধৃত এক
হৃদয়পুরে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
হৃদয়পুরে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সাস্থ্য সাথী কার্ডের সূচনা মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে
সাস্থ্য সাথী কার্ডের সূচনা মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে
মধ্যমগ্রাম ঘরানার নিবেদনে আলাপের উচ্চাঙ্গ সংগীত
মধ্যমগ্রাম ঘরানার নিবেদনে আলাপের উচ্চাঙ্গ সংগীত
ডক্টরস ডে পালন
User Review
97% (1 vote)
















