বিধাননগর নর্থ সোসাইটি সমাজ সেবায় ব্রত
দাবদাহ লাইভ, সল্টলেক সিটি, নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীন বাংলার মুখ্যমন্ত্রী তথা রুপকার ডঃ বিধান চন্দ্র রায়ের স্মরণে এক রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা বিধাননগরের বিবি ব্লকে এক নজির সৃষ্টি করে বলে উপস্থিত অতিথিবর্গের অভিমত। উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী ব্যক্তিত্ব সহ বহু শিল্পপতি ও ব্যবসায়ীগণ সহ রাজনৈতিক ব্যক্তিত্ব। উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর ধরে সমাজের বিভিন্ন সেবায়িত কর্মসূচী পালিত হয়ে আসছে বিধাননগর নর্থ সোসাইটি ফর স্যোসাল ওয়েলফেয়ার। আরও উল্লেখ্য,
বিধাননগর নর্থ সোসাইটি সমাজ সেবায় ব্রত
0%

















