আরপিএফ এর জালে মাদক পাচারকারী
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে আরপিএফ। উদ্ধার হয় বিপুল পরিমান মাদক। শিয়ালদহ রেল স্টেশন চত্বরের ঘটনা। আর পি এফ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ আজমেঢ়-শিয়ালদহ এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছায়। সূত্র মারফত মাদক পাচারের খবর পেয়ে, সূত্র অনুযায়ী স্টেশন চত্বরে অভিযান চালায় আরপিএফ। ট্রেন থামতেই সব যাত্রীরা নেমে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ওই ট্রেন থেকেই নেমে আসা ব্যাগ হাতে এক ব্যাক্তির চলাফেরা দেখে সন্দেহ হয় আরপিএফ আধিকারিকদের। এদিকে আরপিএফ কে দেখে সেই ব্যক্তি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে, তৎক্ষনাৎ তাঁকে আটক করা হয়। তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই রসুনের প্যাকেটের ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমান মাদক। এরপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) র আধিকারিকদের খবর দেয় আরপিএফ। উদ্ধার হয় ৩ কেজি ১৪০ গ্রাম মরফিন ও ৩ কেজি ১৯৮ গ্রাম হেরোইন। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। এরপর মাদক পাচারকারী রাজস্থানের প্রতাপগড়ের বাসিন্দা ৫১ বছরের আব্বাস আজমিরীকে গ্রেফতার করে এনসিবি-র আধিকারিকেরা। এনসিবি-র আধিকারিকদের জেরার মুখে ধৃত জানায়, ওই বিপুল পরিমাণ মাদক শিয়ালদহে নেমে এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল তাঁর। এদিকে দীর্ঘ পথ অতিক্রম করে ওই বিপুল পরিমাণ মাদক শহরে প্রবেশ করায় উদ্বিগ্ন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র আধিকারিকরা। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে, শুক্রবার উদ্ধারকৃত মাদকসহ ধৃতকে কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহার এজলাসে হাজির করা হয়। বিচার পর্বের শেষে এনসিবি-র সরকারি কৌঁসুলি আলপনা ভৌমিক জানান, ধৃত আব্বাস ওই বিপুল পরিমাণ মাদক শহরে একটি চক্রের কাছে পাচারের উদ্দেশ্যেই এনেছিল। ধৃতকে ২৪ শে জুন পর্যন্ত এনসিবি-র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। পাচার চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
আরপিএফ এর জালে মাদক পাচারকারী
0%

















