Banner Top

বিশ্ব পরিবেশ দিবসে চারা গাছ বিতরণ  বসি

                                                                                         দাবদাহ লাইভ, বসিরহাট, হরি গোপাল দত্তঃ  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট চাইল্ড কেয়ার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে  পরিবেশ রক্ষার বার্তা নিয়ে দূষণ কমাতে সচেতনতার  বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করাই মূল লক্ষ্য বলে জানা যায়। এই উদ্দ্যেশ্যে  বসিরহাট কলেজ মোড় থেকে বিভিন্ন চারা গাছ বিতরণ করা এই কর্মসূচির এক অঙ্গ। যেখানে উপস্থিত ছিলেন শহীদুল্লাহ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর নারায়ন দাস ও অধ্যাপক ডক্টর জগন্নাথ দাশ। এবং এলাকার বিভিন্ন মানুষ এবং পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। চাইল্ড কেয়ার এর পক্ষ থেকে চারা গাছ বিতরণ করার সময় পরিবেশ সুরক্ষার জন্য সকলের সচেতনতা একটি চারা গাছ লাগিয়ে বৃদ্ধি করার বার্তা দেয় । একটি গাছ বহু প্রাণ এই পরিবেশ দূষণ রোধ করতে গাছের ভূমিকা ও অপরিসীমা গাছ লাগান প্রাণ বাঁচান। পরিবেশ বাঁচান। পরিবেশ সুরক্ষার জন্য জনসচেতনতা বৃদ্ধি করা একমাত্র পথ বলে জানান সংস্থার সম্পাদক বিশ্বজিৎ মন্ডল।

বিশ্ব পরিবেশ দিবসে চারা গাছ বিতরণ
User Review
96% (3 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment