সীমান্ত থেকে সুন্দরবনের মানুষকে নকল ওষুধ থেকে বাঁচাতে একজোট বিসিডিএ
দাবদাহ লাইভ, বসিরহাট, হরিগোপাল দত্তঃ সীমান্ত থেকে সুন্দরবনে মানুষকে নকল ওষুধ থেকে বাঁচাতে বদ্ধপরিকর বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। বিগত বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে বিভিন্ন নামিদামি কোম্পানির ওষুধ নকল করে বিক্রি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। অভিযোগ, বহিরাগত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে যে সমস্ত ওষুধ রাজ্যের রিটেলাররা বেশি লাভের আশায় কিনছেন সেখানেই ধরা পড়ছে এই জাল ওষুধ। টেস্টের মাধ্যমে একাধিক ওষুধকে লাল তালিকাভুক্ত করেছে সরকারি ওষুধ পরীক্ষার ল্যাব গুলি। কিন্তু বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে যেভাবে প্রান্তিক এলাকা গুলিতে নকল ওষুধ ছেয়ে গিয়েছে তাতে দুশ্চিন্তা গ্রাস করেছে সংশ্লিষ্ট মহলে। প্রান্তিক এলাকার মানুষজন জানেই না কিভাবে নকল ওষুধকে চিহ্নিত করতে হবে। পাশাপাশি সঠিক ওষুধ কিভাবে কিনবে সেটা নিয়েও সংশয় দেখা যায়। তাই সেই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হলো বেঙ্গল কেমিস্ট্স অ্যান্ড ড্রাগিস্ট্স অ্যাসোসিয়েশনের বসিরহাট জোনের কর্মকর্তারা। বসিরহাটের টাউন হলে বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে সংগঠনের কয়েক’শ ওষুধ বিক্রিতাকে যেমন নকল ওষুধ থেকে সাবধান হতে বলা হয়। অন্যদিকে কাদের কাছ থেকে ওষুধ নিতে হবে সেই সম্পর্কেও আলোচনা করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিসিডিএর রাজ্য সাংগঠনিক সম্পাদক দেবাশীষ গুহ, সম্পাদক পৃথ্বী বোস ও বসিরহাট জোনের সম্পাদক প্রকাশ দে সহ বসিরহাট জোনের কয়েক’শ সদস্য প্রমুখ। বিসিডিএর রাজ্য সম্পাদক পৃথ্বী বোস বলেন, “বিগত দু’মাসে আমরা ৫০টির বেশি সভা করেছি। সেখানে সমস্ত সদস্যদের এই নকল ওষুধ সম্পর্কে আমরা ওয়াকিবহাল করেছি।” বিসিডিএর বসিরহাট জোনের সম্পাদক প্রকাশ দে বলেন, বসিরহাটের সীমান্ত ঘোজাডাঙ্গা থেকে শুরু করে স্বরূপনগর, বাদুড়িয়া ও সুন্দরবনের প্রান্তিক এলাকায় আমরা বিগত মার্চ মাসের ২৩ ও ২৪ তারিখ ট্যাবলোর মাধ্যমে মানুষকে সচেতন করেছি। রিটেলারদের অনুরোধ করবো বহিরাগত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে ওষুধ না নিয়ে স্থানীয় ও পরিচিত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে যাতে ওষুধ নেওয়া হয়। সেক্ষেত্রে নকল ওষুধের থেকে মুক্তি পাবে আমজনতা।
নিউজ এক ঝলকে
সীমান্ত থেকে সুন্দরবনের মানুষকে নকল ওষুধ থেকে বাঁচাতে একজোট বিসিডিএ
98%

















