Banner Top

প্রতিবাদের পরিনতি মৃত্যু, ধৃত ১ 

                                                                                   বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  চলন্ত ট্রেনে ঘটে চলা নানারূপ অপ্রীতিকর ঘটনা প্রায়শই ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। ট্রেনের কামরায় বচসা, মারধর, ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেবার মতো ঘটনা – নতুন কিছু নয়। বর্তমানে মানুষ এমন পরিস্থিতির শিকার যে সমঝোতা তো দূর, কারও কথা কেউ যে সহ্য করবে- সেই ক্ষমতাও হারিয়ে ফেলেছে। এমনই এক অমানবিকতার অভূতপূর্ব নিদর্শন ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। চলন্ত ট্রেনে  আচমকাই ২ যাত্রীর মধ্যে বচসা বাঁধে। বচসা চলাকালীন ওই ২ যাত্রী একই স্টেশনে নামে। এরপর একজন অপরজনকে বেধড়ক মারধর করে প্ল্যাটফর্ম থেকে লাইনে ফেলে দিলে, গুরুতর জখম হয় ওই ব্যাক্তি। পরে আহত ব্যাক্তির মৃত্যু হয়। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে জিআরপিএফ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার বিরাটি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। জিআরপিএফ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮ টা ৩৯ মিনিটের শিয়ালদহ-বারাসাত লোকাল করে বাড়ি ফিরছিলেন নিমতা মিলনগড়ের বাসিন্দা ৩৭ বছরের গোপাল দাস। সেই সময় ট্রেনে বিরাটি, সর্দার পাড়া এলাকার বাসিন্দা অনুপ কুমার চক্রবর্তী নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বচসা বাঁধে। ট্রেনটি বিরাটি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে ওই ২ যাত্রী প্ল্যাটফর্মে নেমে পড়ে। এরপর অমানবিকতার পরিচয় দেয় অনুপ চক্রবর্তী। প্ল্যাটফর্মেই অনুপ কুমার চক্রবর্তী গোপাল বাবুকে বেধড়ক মারধর করার পাশাপাশি, প্ল্যাটফর্ম থেকে ধাক্কা মেরে লাইনে ফেলে দেয়। রেল লাইনের লোহার ট্র্যাকে পড়ে গুরুতর আঘাত পান গোপাল দাস। এরপর প্লাটফর্মে থাকা ব্যক্তিরা তড়িঘড়ি গুরুতর আহত গোপাল দাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তর দমদম পৌর হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র স্থানান্তরের কথা জানান চিকিৎসক। পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করে তাঁরা রাত দশটার পর উত্তর দমদম পৌর হাসপাতাল থেকে গোপাল বাবুকে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে সোমবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন গোপাল দাস। এই ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়ে বারাসাত জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন মৃত গোপাল দাসের স্ত্রী মনিকা বসাক দাস। এ প্রসঙ্গে গোপাল দাসের এক বন্ধু জানান, ওই ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে, প্লাটফর্মে উপস্থিত হকার সহ সাধারণ মানুষ তাঁকে ধরে জিআরপি-র হাতে তুলে দেয়। শেষে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে বারাসাত জিআরপি। এহেন অমানবিক ঘটনায় ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়, মৃতের স্ত্রী সহ প্রত্যক্ষদর্শীরা। গোপাল দাসের দেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাঁর মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।

প্রতিবাদের পরিনতি মৃত্যু, ধৃত ১
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment