রক্তদান শিবির ও কৃতি পড়ুয়া সংবর্ধনা প্টাশপুরে
দাবদাহ লাইভ, প্টাশপুর, অক্ষয় গুছাইত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও নেতৃত্বে ৩১মে, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লকের অন্তর্গত বড়হাট গ্রাম পঞ্চায়েত ও বড়হাট চেতনা প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন বড়হাট গ্রাম পঞ্চায়েত ও বড়হাট চেতনা প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতি। জঙ্গি হামলায় শহিদ ভারতীয় সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকের এই অনুষ্ঠানের সূচনা হয়। তাঁদের আত্মবলিদান যেন আমাদের দেশের প্রতি, মানবতার প্রতি দায়বদ্ধতার আরও বড় পাঠ শেখায়। এবং এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। একইসঙ্গে, ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল কৃতী ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা প্রদানও ছিল আজকের আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের মুখে ছিল আনন্দ, চোখে ছিল ভবিষ্যতের দৃপ্ত প্রতিশ্রুতি—যা দেখে সত্যিই অনুপ্রাণিত হতে হয়। এই মহতী আয়োজনে যাঁরা পরিশ্রম করেছেন, যাঁদের অকুণ্ঠ সহযোগিতায় আজকের দিনটি সফল হয়েছে—তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন পটাশপুর ১ ব্লকের পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিনয় কুমার পট্টনায়ক। মহতী এই মানবিক উদ্যোগকে সাফল্য মন্ডিত করতে উল্লেখ যোগ্য ভূমিকা পালন করেছেন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সদস্যরা। মোট 60 জন রক্তদাতা রক্ত দান করেন। অনেকে আবার ফিরে গেছেন রক্ত দান না করতে পেরে। রক্ত দান করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল মাতৃ শক্তি । জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্ম কান্ডের শুভ সূচনা হয়। মানবিক এই প্রয়াসকে যাদের উজ্জ্বল উপস্থিতি আলোকিত করে তুলেছিল তারা হলেন পটাশপুর ১ ব্লকের সভাপতি নমিতা বেরা, সহ-সভাপতি পীযুষ কান্তি পন্ডা, পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিনয় কুমার পট্টনায়ক, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহসিন বেগ, পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ হিমাংশুশেখর ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবী সুনীল জানা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা কাকলি মন্ডল, বরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার মহাপাত্র, উপপ্রধান সুবলচন্দ্র বেরা, বরহাট গ্রাম পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক চন্দন কুমার পাত্র, বরহাট চেতনা মহিলা সংঘ ও সমবায় সমিতির সভানেত্রী শিখারানী মন্ডল সহ বিশিষ্ট জনেরা।
নিউজ উত্তর ২৪ পরগণা
নিউজ এক ঝলকে
রক্তদান শিবির ও কৃতি পড়ুয়া সংবর্ধনা
97%


















