Banner Top

বাংলানীতে ১ দিনের নাট্য কর্মশালা  

                                                       দাবদাহ লাইভ, বনগাঁ, সংবাদদাতাঃ   ২৩/০৫/২০২৫ তারিখে বনগাঁ ২নং চক্রের বড়ো বাংলানী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় ওই বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হল একদিনের এক নাট্য কর্মশালা। বাবুপাড়া আত্মজ নাট্য সংস্থা গোবরডাঙ্গার পরিচালনায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বাবুপাড়া আত্মজ নাট্য সংস্থার পক্ষে কর্মশালাটি পরিচালনা করেন তাপস দাস, বাসুদেব মুখোপাধ্যায় এবং তিলক মুখার্জী। এই কর্মশালায় শিশু শিক্ষার্থীদের তাদের মতো করে নাট্যাভিনয়ের প্রাথমিক পাঠ সম্পর্কে অবগত করা হয়। বেলা ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত চলা এই কর্মশালায় শিক্ষার্থীদের উৎসাহ এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত সাহা মহাশয় সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় এই কর্মশালাটির সফল পরিসমাপ্তি ঘটে। কর্মশালার শেষে বাবুপাড়া আত্মজ নাট্য সংস্থা গোবরডাঙ্গার পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শংসাপত্র এবং উপহার প্রদান করা হয়।

বাংলানীতে এক দিবের নাট্য কর্মশালা 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment