চাঁদপাড়া অ্যাক্টো’র রবীন্দ্র নজরুল সন্ধ্যা
পাঁচশত রজনী অতিক্রান্ত নাটক উৎযাপন
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: আজ চাঁদপাড়া অ্যাক্টো সংস্থার পক্ষ থেকে রবীন্দ্র- নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। চাঁদপাড়া বিএম পল্লীর নিজস্ব মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মাঙ্গলিক এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক সাহা, সত্যনারায়ণ চক্রবর্তী, দুলাল মিত্র, সরোজকান্তি চক্রবর্তী, নীরেশ ভৌমিক সহ অন্যান্যরা। কথায়, কবিতায় ও সংগীতে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো রবীন্দ্র -নজরুল সন্ধ্যা বর্ণময় হয়ে ওঠে। এরপর গোবরডাঙ্গা শিল্পায়ন কর্তৃক শ্রুতি নাটক ‘রক্তকরবী’ এবং স্বরলিপি চক্রবর্তী অভিনীত ‘ঝাঁসির রানি’ নাটকটি স্নেহলতা স্মৃতিমঞ্চকে মাত্রাদান করে। পরিশেষে নাট্য সংস্থার গর্বের পাঁচ শতাধিক মঞ্চ অতিক্রান্ত সুভাষ চক্রবর্তী নির্দেশিত মঞ্চ সফল ‘ছাঁচ ভাঙার গান’ নাটকটি মঞ্চস্থ হয়। এই স্মরণীয়- আনন্দঘন মুহূর্তে নাটকটির কলাকুশলীদের হাতে সুভাষবাবু স্মারক-উপহার তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন। অ্যাক্টোর কর্ণধার সুভাষ চক্রবর্তী জানান, জীবনভর এলাকার সাংস্কৃতিক পরিমন্ডলের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করেছি। সর্বক্ষেত্রে এক শ্বাসরোধকারী সময়ের আবর্তে আমাদের দিনযাপন। এমনই আবহে রবীন্দ্র- নজরুল স্মরণাানুষ্ঠান বাড়তি মুক্ত অক্সিজেন যোগান দেয়। সংস্কৃতি চর্চায় আমরা বদ্ধপরিকর। প্রীতম, চৈতি, চন্দন, ভাস্কর, স্বরলিপি, বাবু ও দীপজ্যোতিদের আন্তরিক সহযোগিতায় এবং নাট্যমোদী দর্শক সাধারণের উপস্থিতিতে এদিনের রবীন্দ্র- নজরুল তর্পণ সার্থক হয়ে ওঠে।

















