বিশরপাড়ায় ফুটবল প্রশিক্ষণ শিবির
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ কুমার ঘোষালঃ উত্তর ২৪ পরগণা জেলার বিশরপাড়া লেনীনগড় সুভাষ সংঘের পরিচালনায় ফুটবল প্রশিক্ষণ শিবির চালু হয়। ছোটদের ফুটবল শেখানো হবে এবং কোলকাতার জুনিয়র টিমে যেন খেলতে পারেন বলে উদ্যোক্তারা জানান। উপস্থিত ছিলেন কমল চক্রবর্তী সহ সভাপতি ও সম্পাদক এবং স্থানীয় নেতৃত্ব। ক্লাব সংগঠক লক্ষণ হালদার এই উদ্যোগের প্রশংসার দাবী রাখেন বলে জানা যায়।
বিশরপাড়ায় ফুটবল প্রশিক্ষণ শিবির
0%

















