অমিয় প্রভা পত্রিকার রবীন্দ্র ভাবনা ও বর্ষবরণ সংখ্যা প্রকাশিত
দাবদাহ, হাবরা, সংবাদদাতাঃ বাণীপুর। হাবড়া । ৯ই মে, ২০২৫ । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসবের প্রাক্কালে সম্প্রতি এক সন্ধ্যায় বাণীপুরে প্রকাশিত হলো মননশীল সাহিত্য পত্রিকা ‘অমিয় প্রভা’র দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা। এদিন এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় অমিয় প্রভার ‘ রবীন্দ্র ভাবনা ও বর্ষবরণ’ সংখ্যা। বর্তমান অস্হির সময়ে কবিগুরু রবীন্দ্রনাথ কতখানি প্রাসঙ্গিক তা নিয়ে দীর্ঘ আলোচনা চলে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন এলাকার নামী কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা। রবীন্দ্রনাথের গান ‘ এসো হে বৈশাখ ‘ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী গৌরব পাল ও রিধিমা দাস । ‘ দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে ‘ গেয়েছেন আশীষ দাস । রবীন্দ্র ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা, আবৃত্তি, সঙ্গীত, কোলাজ, স্বরচিত কবিতা পাঠ-সহ সাহিত্যের আড্ডা মাতিয়ে তুলেছিল বাণীপুরের দেবমন স্থানটি । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবীণ কবি গৌরাঙ্গ দাস। উপস্থিত ছিলেন ইতিহাস গবেষক বাসুদেব মুখোপাধ্যায়, রবীন্দ্র গবেষক অরবিন্দ দাস, সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক, তরুণ কবি অমিতাভ দাস, কবি- সাহিত্যিক সাংবাদিক সুদিন গোলদার, কবি টুলু সেন, অর্চনা দে বিশ্বাস, শর্মিলা পাল, ‘ শিকড়ের সন্ধানে ‘ সংস্হার আহ্বায়ক মণিমোহন ধর ,পত্রিকার সম্পাদক বাসুদেব সেন প্রমুখ। এই পত্রিকার পক্ষ থেকে অশোকনগর প্রেস ক্লাবকে পরিবেশ রক্ষার প্রতীক স্বরূপ একটি চারাগাছ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি ও ‘ সৃজনেষু ‘ পত্রিকার সম্পাদক বিষ্ণু সরকার।

















