কাজের মেলায় শতাধিক নিয়োগ বারাসাতে
বন্ধন সহায়তায় কর্মী নিয়োগ
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ বন্ধন ব্যাংকের সহায়তায় সামাজিক উন্নয়নের কাজ করা সংস্থা বন্ধন কোন্নগরের সহযোগি ট্রেনিং সংস্থার সরাসরি তত্ত্বাবধানে উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে কাজের এক মেলা বসে। উল্লেখ্য, রাজ্য সহ দেশের চরম বেকারত্বে কর্মমূলক ভাবনার বাস্তবায়নে বন্ধনের সহযোগি সংস্থার পরিচালনায় কর্মমুখি হাতে কলমে শিক্ষা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়াই যে মূল উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য সফলে কাজের মেলা বসল উত্তর ২৪ পরগণা জেলায় বারাসাতে। মাল্টি ন্যাশনাল সংস্থা সহ স্থানীয় বিভিন্ন সংস্থার সহযোগে বিভিন্ন পদাধিকারী কর্মী নিযুক্তের নিমিত্ত এই কাজের মেলা বলে জানা যায়। ৬টি সংস্থার মাধ্যমে প্রায় শতাধিক বেকার সহ সকারের নিয়োগ বলে স্থানীয় ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মজুমদার জানান। ইনটার ভিউ দেওয়ার পর ছেলেমেয়েদের মধ্যে স্বতস্ফুর্তি পরিলক্ষিত হয়।

















